বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ চড়েছে তুঙ্গে। তিনদিনের সফরে কলকাতায় এসে সরকার বদলের হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরের দিনই বাঁকুড়া থেকে পালটা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্নীতি, অনুপ্রবেশ, আইন-শৃঙ্খলা ও SIR ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক কড়া অভিযোগ তুলে ধরলেন তিনি।
অমিত শাহের আক্রমণের পাল্টা জবাব দিলেন মমতা (Mamata Banerjee)
সোমবার রাতে কলকাতায় এসে মঙ্গলবারই ২০২৬ সালে বাংলায় সরকার বদল “অবশ্যম্ভাবী” বলে দাবি করেন অমিত শাহ। দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন-শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। এর পাল্টা জবাবে, বাঁকুড়ার বোড়জোড়া সভা থেকে নাম না করেই অমিত শাহকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ভোট এলেই দুঃশাসন আর দুর্যোধনেরা বাংলায় চলে আসে। তিনি আরও বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে।”
SIR ইস্যুতে তীব্র অভিযোগ
ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তিনি অভিযোগ তুলে বলেন, SIR-এর শুনানিতে বৃদ্ধ ও গরিব মানুষদের অকারণে হয়রানি করা হচ্ছে। BLA-দের শুনানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন তিনি। মমতার দাবি, “SIR মানে সর্বনাশ। দেড় কোটি লোককে বাদ দিতে মাত্র দেড় দিন? এটা বড় কেলেঙ্কারি।” তিনি আরও অভিযোগ করে বলেন, যেখানে সাধারণত SIR করতে দু’বছর সময় লাগে, সেখানে ভোট আসছে দেখে মাত্র দু’মাসে তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে এখনও পর্যন্ত SIR-এর কারণে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা (Mamata Banerjee)। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, SIR-এর জেরে ৫৪ লক্ষ মানুষের নাম কেন বাদ গেল? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান এবং ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণ করার আহ্বান জানান।
মমতার (Mamata Banerjee) অভিযোগ, ড্রাফট লিস্টে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এর কোনও গ্যারান্টি নেই। “ওরা নাম কাটার চেষ্টা করছে,” বলে অভিযোগ করেন মমতা। AI ব্যবহার করে ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, শুনানিতে একবার হাজির হতে না পারলেই নাম বাদ দেওয়া হচ্ছে। মৃত ৫৭ জনের স্মৃতিতে জেলায় জেলায় শহীদবেদী গড়ার ঘোষণাও করেন তিনি।
মতুয়াদের নাম বাদ দেওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। পাশাপাশি ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় সরব হন তিনি। তাঁর বক্তব্য, বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন, অথচ অসম, উত্তর প্রদেশ ও রাজস্থানে বাংলা বললেই তাঁদের হেনস্থা করা হচ্ছে। অনুপ্রবেশ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, যদি শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, তবে পহেলগাঁও বা দিল্লির ঘটনা কে ঘটিয়েছে? “আমাকেও বাংলাদেশি বলা হয়,” বলে জানান তিনি।
১০০ দিনের কাজ নিয়ে বিজেপিকে আক্রমণ
১০০ দিনের কাজের নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, বাংলাতেই এবার রাজ্য সরকার ১০০ দিনের কাজ দেবে। “আমরা ভিক্ষার দান চাই না। আমরা জীবন চাই, আর ওরা চায় মৃত্যু,” মন্তব্য তাঁর। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করছে। “এরা বিধর্মী,” বলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ প্রশাসনের শীর্ষ পদে বদল? কে হবেন রাত পরবর্তী মুখ্যসচিব? তুঙ্গে জল্পনা
ভোট এলেই ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিজেপিকে কটাক্ষ করে মমতা (Mamata Banerjee) বলেন, “সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।” শেষে মমতা বড় ঘোষণা করে বলেন, “যতদিন বাঁচবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিশ্বাসঘাতকদের একটিও ভোট নয়। বাংলার মানুষই আপনাদের ভ্যানিশ করে দেবে।”












