বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিরামিষ খাবার চাপিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে হকারকে মারধরের ঘটনা, এদিন সভা থেকে সবটাই তুলে ধরেন তিনি। পাশাপাশি, SIR নিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কা নিয়েও সুর চড়ালেন তৃণমূল নেত্রী।
হকারকে মারধর, ‘চিকেন প্যাটিস-কাণ্ড’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
রবিবার গীতাপাঠের দিনে ময়দানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা বাড়ে। অভিযোগ অনুযায়ী, চিকেন প্যাটিস বিক্রি করায় ওই হকারকে মারধর করা হয়, এবং তাঁর বাক্সের সব প্যাটিস ফেলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় নদিয়ার মঞ্চ থেকেই প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “একটা হকার নিজের জিনিস বিক্রি করতে গেছিল। ওকে ধরে মেরেছে! আমি সব ক’টাকে গ্রেপ্তার করিয়েছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।” তারপরই বিজেপির বিরুদ্ধে নিরামিষ চাপিয়ে দেওয়ার অভিযোগ আনেন তিনি। মমতা বলেন, “আপনারা বিজেপিকে ভোট দেবেন? ওরা মাছ-মাংস খেতে দেয় না। নিরামিষ চাপিয়ে দেয়।”
সভা থেকে মুখ্যমন্ত্রী ফের আক্রমণ শানান SIR প্রক্রিয়া নিয়ে। তিনি দাবি জানিয়ে বলেন, দিল্লি থেকে পাঠানো হয়েছে ‘বিজেপি মার্কা’ পর্যবেক্ষক। এরা নাকি দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলছেন। এই প্রসঙ্গে মমতা বলেন “দিল্লি থেকে বিজেপি মার্কা লোক পাঠানো হচ্ছে। বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। কিন্তু বাংলা কারও নাম বাদ দিতে দেবে না।”
কমিশন বলেছিল, যাদের তথ্য নিয়ে সমস্যা রয়েছে তাদের শুনানিতে ডাকা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দাবি, শুনানিতে ডাকলেও বিপদ রয়েছে। তিনি বলেন “যাঁরা ঠাকুমা-ঠাকুরদার নাম দিয়েছে, তাঁদের নাকি শুনানিতে ডাকা হবে। শুনানিতে গেলে নাম কেটে দেবে! সবাই শুনানিতে যাবেন, ফাইট করবেন। সরকার ‘মে আই হেল্প ইউ’ তৈরি করেছে, পার্টিও সাহায্য করবে।”

আরও পড়ুনঃ ২০২৬ থেকে রেশনে বড় বদল! কোন কার্ডে কমছে চাল, কোথায় বাড়ছে গম? দেখে নিন নয়া তালিকা
প্রসঙ্গত, এদিন নদিয়ার সভা থেকে স্পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন, ‘আন্দোলন, বিরোধিতা এবং প্রশাসনিক প্রস্তুতি, সব দিকেই তৃণমূল প্রস্তুত।’ এদিন বিজেপির বিরুদ্ধে ‘নিরামিষ সাম্রাজ্যবাদ’, হকারকে মারধর, ও SIR, তিন দিকেই একসঙ্গে আক্রমণ চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












