বাংলা হান্ট ডেস্কঃ নানুর দিবসের কর্মসূচিতে যোগ দিতে রবিবার বীরভূমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্তে বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। যদিও এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউ নেই। তবে তৃণমূল অন্দরে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
একান্তে বৈঠক মমতা-অনুব্রত’র । Mamata Banerjee in a meeting with Anubrata
রবিবার থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছে তৃণমূল। আর আজ অর্থাৎ সোমবার নানুর দিবসের কর্মসূচিতে যোগদান করে পদযাত্রা করবেন মমতা। বীরভূমের রাঙাবিতান নামে একটি অতিথি নিবাসে মুখ্যমন্ত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পৌঁছনোর আগেই সেখানে হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, আশিস বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে অল্প সময়ের জন্য কথাও বলেন। এরপরেই অতিথি নিবাসের সামনে আসেন অনুব্রত মণ্ডল ও রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। দলীয় সূত্র জানাচ্ছে, এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতের একান্তে প্রায় দশ মিনিটের বৈঠক হয়।
বৈঠক শেষে মুখ খুললেন না কেউই। অনুব্রত ও চন্দ্রনাথ কেউই জানাতে চাননি কী নিয়ে আলোচনা হয়েছে। তবে অনুব্রতের সঙ্গে নেত্রীর এই আলাদা করে দেখা করাকে ঘিরেই দলীয় মহলে গুঞ্জন শুরু হয়েছে।
২১ জুলাইয়ের মঞ্চে ছিলেন না কেষ্ট
গত ২০ জুলাই শহীদ দিবসের প্রস্তুতিপর্বে মঞ্চের সামনে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে দলীয় নেত্রীর (Mamata Banerjee) সঙ্গে দেখা হয়নি। এরপর ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে দেখা যায়নি অনুব্রতকে। যদিও অনুব্রতের দাবি, তিনি সভাস্থলে ছিলেন ঠিকই, তবে গরমে শরীর খারাপ লাগায় সামনের সারিতে না বসে পাশের তাঁবুতে ছিলেন।
আরও পড়ুনঃ রেশন কার্ড থেকে কন্যাশ্রী, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে কি কি কাজ হবে জানাল নবান্ন
এই পরিস্থিতিতে সোমবার বীরভূমে তৃণমূলের পদযাত্রায় অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে রবিবার নেত্রীর (Mamata Banerjee) সঙ্গে তাঁর বিশেষ সাক্ষাতের পর থেকে আরো জোরদার হয়েছে এই আলোচনা।