বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে মুখ্যমন্ত্রী, নিজের হাতে ত্রাণ শিবিরে করলেন খিচুড়ি পরিবেশন

Updated on:

Updated on:

Mamata Banerjee in Hooghly to inspect flood situation personally serves khichuri at relief camp

বাংলা হান্ট ডেস্ক: বন্যা পরিস্থিতি দেখতে হুগলিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী । বর্ষার বৃষ্টিতে জল যন্ত্রনার মধ্যে হুগলির পরশুড়া, আরামবাগ হয়ে, গোঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও ইতিমধ্যে প্লাবিত এলাকা পরিদর্শন করতে আরামবাগে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানের ত্রান শিবিরে গিয়ে নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করছেন তিনি। মুখ্যমন্ত্রীকে এই অবস্থায় পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।

আরামবাগে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ত্রাণ শিবিরে নিজের হাতে খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

রাজ্যে টানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে। তার উপর, ডিবিসির (DVC) পরিকল্পনা না করে ছাড়া জলে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও বদল নেই ছবির। মঙ্গলবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াল ডিভিসি। মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে ৫৭ হাজার ৬৪৮ কিউসেক জল ছাড়া শুরু করল ডিভিসি।

Mamata Banerjee in Hooghly to inspect flood situation personally serves khichuri at relief camp

আরও পড়ুন: মাছ বা মাংসের নয়! ওল দিয়ে বানিয়ে ফেলুন টেস্টি মুচমুচে জলখাবার, জানুন রেসিপি

এই বৃষ্টির পরও ডিভিসির জল ছাড়া কে কেন্দ্র করে তিনি সোচ্চার হয়েছেন। পাশাপাশি তিনি ডিভিসি (DVC) ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছেন বলেও কটাক্ষ করেন। প্রসঙ্গত, বর্ষার অতিবৃষ্টির জেরে আরাম হুগলির আরামবাগে জল জমে একাধিক মানুষ সমস্যায় পড়েছেন। যার ফলে বহু পরিবারের থাই হয়েছে ত্রাণ শিবিরে।

এই অবস্থা পরিদর্শন করতে মঙ্গলবার দুপুরে প্লাবিত এলাকাগুলিকে দেখতে জান মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক সেই সময় কামারপুকুরের ত্রাণ শিবিরে খিচুড়ি পরিবেশন করেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সমস্যা নিয়েও কথা বলেন।

তিনি এলাকার বাসিন্দাদের সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাসও দেন। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে খুশি দুর্গতরা। পাশাপাশি এই সমস্যার সমাধানের আশা চেয়ে রয়েছেন এলাকাবাসীরা।