বাংলা হান্ট নিউজ ডেস্ক: একসময় ভারতীয় দলে খেলা বাংলা ক্রিকেটার তারকা ব্যাটার মনোজ তিওয়ারি এখন নিজের ক্রিকেট জীবনের সায়াহ্নে পৌঁছেছেন। তিনি এখন একজন ক্রিকেটারের পাশাপাশি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেসের একজন সম্মানিয় সদস্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এখন ক্রীড়া মন্ত্রী পদের দায়িত্বে রেখেছেন। গত বছর নির্বাচনে জিতে এসেছিলেন মনোজ। যদিও মন্ত্রী হওয়ার পর মনোজের ব্যাটে ধার কমেনি।
কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৩৬ রানের একটি দুর্দান্ত ইনিংস। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্পিনের বিরুদ্ধে অসাধারণ ছন্দে দেখা গিয়েছে তাকে। আর মন্ত্রী হওয়ার পরেও তার এই দুর্দান্ত সাফল্যের পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। হ্যাঁ, এমন তত্ত্বও এবার ওঠে আসছে সামনে। এক নেটিজেন সম্প্রতি এই পোস্ট করেছিলেন। যদিও ট্রোলিংয়ের শিকার হওয়ায় তিনি নিজের পোস্টটি ডিলিট করতে বাধ্য হন। পরিচয় গোপন রেখে তার ওই পোস্টের স্ক্রিনশটটি দেওয়া থাকলো।
তবে এই ইনিংসের পর মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফির ইতিহাসে দশম সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন। এই মুহূর্তে তার রানসংখ্যা ৭৭৬৬। ঝাড়খন্ডকে হারানোর পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে বাংলা। তারাও এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন। সেই সেমিফাইনালেক মন্ত্রী মনোজের দুরন্ত ফর্ম দেখতে চাইবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।
রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:
ওয়াসিম জাফর: ১২০৩৮
অমল মজুমদার: ৯২০২
দেবেন্দ্র বুন্দেলা: ৯২০১
যশপাল সিং: ৮৭০০
মিঠুন মানহাস: ৮৫৫৪
পারস ডোগরা: ৮৪২৮
হৃষিকেশ কান্তিকর: ৮০৫৯
ফাইয়াজ ফজল: ৭৯৮৩
নমন ওঝা: ৭৮৬১
বদ্রিনাথ: ৭৮৫০
মনোজ তিওয়ারি: ৭৭৬৬