মমতার বিজয়া সম্মিলনীর তালিকায় আমন্ত্রিত দিলীপ-সুকান্ত, বাদ শুভেন্দু! কারণ কী?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ৯ নভেম্বর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে আলিপুর জেল মিউজিয়ামে বিজয়া সম্মিলনীর (Vijaya Sammilani) অনুষ্ঠান হতে চলেছে। সেই অনুষ্ঠানে বিরোধী শিবিরেরও বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারের তালিকায় এ বছরে বিজয়ার সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Basu)। কিন্তু শনিবার পর্যন্ত ওই তালিকায় নাম নেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

উল্লেখ্য, প্রতিবছরই বিরোধী দলের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী সৌজন্য দেখালেও পাল্টা সৌজন্য দেখায় না বিরোধী পক্ষরা। এ বছরেও সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং বিমান বসুকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও কংগ্রেসের কোনও নেতাকে আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও খবর নেই।

mamata suvendu

তবে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ না জানানোয় সরকারি এক আধিকারিক জানিয়েছেন, ‘এটি কোনও পরিষদীয় কর্মসূচি নয়। তাই বিরোধী দলের নেতাকে আমন্ত্রণ জানানোর কোনও অবকাশ নেই।’

যদিও এই তালিকায় শুভেন্দুর না থাকা নিয়ে তেমন অবাক হওয়ার কিছু নেই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই শুভেন্দুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক তিক্ত হয়েছে। যার আঁচ পড়েছে বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও। কিন্তু এদিকে আমন্ত্রণ পেলেও সুকান্ত-দিলীপরা মুখ্যমন্ত্রীর (Chief Minister) উদ্যোগে করা এই বিজয়া সম্মিলনীতে যোগদান করতে আসবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক কারবারিরা থেকে শুরু করে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা নিশ্চিত, তাঁরা এই বিজয় সম্মিলনীতে যোগ দেবেন না।

সম্পর্কিত খবর

X