বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর মাস! সামনেই বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর। তবে এবার সবার মনে দুঃখ দিয়ে বড়দিন পড়েছে রবিবার, অর্থাৎ ছুটিটাই মাটি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) রাজ্যের মানুষের জন্য করেছে এক আনন্দের ঘোষণা। ২৫ ডিসেম্বর রবিবার হওয়ায় সেই ছুটি পরেরদিন অর্থাৎ সোমবার তিনি উপহার দিয়েছেন রাজ্যবাসীকে।
রাজ্য সরকার ছুটি দিলেও কেন্দ্রের (Central Government) তরফে কোনো বাড়তি ছুটি দেওয়া হয়নি বড়দিন উৎসবে। শুধুই কি তাই! কেন্দ্রের বিজেপি সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বড়দিনের ছুটি বাতিল করেছে বলেও মেঘালয়ে (Meghalaya) গিয়ে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী।
বর্তমানে পাহাড়ের রাজ্য মেঘালয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। সেখান থেকেই বড়দিনের ছুটি বাতিলকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সাথেই মমতাময়ী মুখ্যমন্ত্রী বড়দিনে শিলংবাসীকে পশ্চিমবঙ্গে ঘুরতে আসার আমন্ত্রণও জানালেন।
আপনাদের জানিয়ে রাখি, পরিসংখ্যান অনুযায়ী উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মেঘালয় রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ খ্রিস্টান। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের। তবে সেসব পরিসংখ্যান মাথায় না রেখেই বড়দিনের ছুটি বাতিল করেছে কেন্দ্র সরকার। সেকারণেই এদিন ছুটি বাতিল নিয়ে শিলং থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিন মেঘালয়ের এক তৃণমূল কর্মিসভায় মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করে জানান, ‘কেন্দ্র ছুটি বাতিল করলেও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বড়দিন উপলক্ষে এই বছর বাড়তি ছুটি দিচ্ছে। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব দেখার জন্য মেঘালয়ের জনতাকে আমন্ত্রণও জানানো হচ্ছে।’ তার সাথেই তৃণমূল নেত্রী এও জানান আগামী ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন তিনি।
এবার চলে আসি মেঘালয়ে মুখ্যমন্ত্রীর মেঘালয়ে ক্রিসমাস উদযাপনে, মেঘালয় এদিন কেক কেটে বড়দিন উৎসবের করলেন মুখ্যমন্ত্রী। মেতে উঠলেন কচিকাচাদের সঙ্গেও। বাচ্চাতের হাতে উপহার, চকোলেট তুলে দিলেন নেত্রী। এরপর তৃণমূলের প্রতীক আঁকা কেক কেটে এই উৎসবে সামিল হলেন তিনি। তবে তিনি একা নন। এই সবকিছুতেই তার দোসর ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়।