এবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন ইলন মাস্ক, শীর্ষে উঠে আসলেন এই ধনকুবের

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা এতদিন ছিল ইলন মাস্কের (Elon Musk) কাছেই। এমনকি, শীর্ষ দশ ধনী ব্যক্তিদের তালিকায় অন্যান্য স্থানগুলিতে বিভিন্ন সময় বদল পরিলক্ষিত হলেও প্রথম স্থানটি ছিল মাস্কের দখলেই। তবে, এবার সেই স্থান থেকেই নেমে গেলেন টেসলা এবং স্পেসএক্সের মালিক। শুধু তাই নয়, বর্তমান পরিসংখ্যানের ভিত্তিতে শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন লুই ভিটনের কর্তা বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)।

এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স (Bloomberg Billionaire Index) অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদ হল প্রায় ১৩.৫৫ লক্ষ কোটি টাকা (বা ১৬৪ বিলিয়ন ডলার)। অপরদিকে, বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমান পৌঁছে গিয়েছে ১৪.১২ লক্ষ কোটি টাকায় (১৭১ বিলিয়ন মার্কিন ডলার)।

এদিকে, শীর্ষ দশ ধনী ব্যক্তিদের তালিকায় তিন নম্বর স্থানে নিজের দখল বজায় রেখেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ১২৫ বিলিয়ন ডলার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছর বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের মধ্যে অধিকাংশজনেরই মোট সম্পদের পরিমান কমে গিয়েছে। তবে, এর একমাত্র ব্যতিক্রম হলেন গৌতম আদানি। তিনি এই বছর বিপুল হারে সম্পদ বাড়িয়েছেন।

এমতবস্থায় বিশেষজ্ঞদের অনুমান, এই হারে আদানির সম্পদ বাড়তে থাকলে আগামী বছরে তিনিই বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী হতে পারেন। পাশাপাশি, ভারতের অন্য আরেক ধনকুবের মুকেশ আম্বানি এই তালিকায় রয়েছেন নবম স্থানে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ৮৯.৭ বিলিয়ন ডলার।

104763989 GettyImages 855370098 elon musk

কেন পিছিয়ে পড়লেন মাস্ক: এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন যে, বৈদ্যুতিক গাড়ি এবং মহাকাশ অভিযানের মত ব্যবসার থেকেও বর্তমানে মাস্ক টুইটারের প্রতি বেশি মনোযোগ দিয়ে ফেলছেন। এমতাবস্থায়, এই আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনেও। যার জেরে টেসলার মতো সংস্থারও শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাঁরা। এমনকি, কমছে স্টকের দরও। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার টেসলার শেয়ার একদিনেই ৬.৫ শতাংশ হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, সংস্থার বাজার মূলধন ৫০০ বিলিয়ন ডলারের নিচেও কমে নেমে এসেছে। যার ফলে প্রভাবিত হয়েছে মাস্কের মোট সম্পদের পরিমানও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর