‘বিষ দিচ্ছে, মারপিট করছে’ , বাংলা সিরিয়ালের গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Mamata Banerjee is angry over the story of a Bengali serial

বাংলা হান্ট ডেস্কঃ ৪৫ বছর কেটে গিয়েছে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর। তবু আজও বাঙালির মনে তিনি সমান জনপ্রিয়। উত্তম কুমারের স্মরণে ২০১২ সাল থেকে প্রতি বছর ২৪ জুলাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দেওয়া হয় ‘মহানায়ক সম্মান’। এই দিনটিতে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। এদিন ‘মহানায়ক সম্মান’-এর মঞ্চে দাঁড়িয়ে ফের একবার বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘এখন বাংলা সিরিয়ালে যত বাজে বাজে জিনিস শেখানো হয়’, এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে খোলা বার্তা মুখ্যামন্ত্রীর (Mamata Banerjee)

ছোট পর্দার ধারাবাহিকগুলিতে নেগেটিভ কনটেন্ট আর সহ্য করতে পারছেন না তিনি। এই নিয়ে মঞ্চ থেকেই নির্মাতাদের উদ্দেশে খোলা বার্তা দিলেন মুখ্যামন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “এখন সিরিয়ালে সারাক্ষণ কেউ কাউকে বিষ দিচ্ছে, ঝগড়া করছে, একের পর এক নোংরা প্লট। এতে সমাজে খারাপ প্রভাব পড়ছে, শিশুরা বিভ্রান্ত হচ্ছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।”

টিভি চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের, বললেন মূখ্যমন্ত্রী (Mamata Banerjee)

মমতা (Mamata Banerjee) এদিন স্পষ্ট করে বলেন যে, এই দায় লীনা গঙ্গোপাধ্যায়ের মতো চিত্রনাট্যকারদের নয়, টিভি চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের। তাঁদের তিনি অনুরোধ করেছেন, “ভাল গল্প দেখান, হাসি-মজা, সামাজিক বার্তা, সংস্কৃতির প্রতি ভালবাসা, এগুলোই হোক সিরিয়ালের মুখ।”

Mamata Banerjee is angry over the story of a Bengali serial

আরও পড়ুনঃ ছাব্বিশে তৃণমূল পাবে না ৭০টাও, কি করতে হবে? বিশেষ নম্বর প্রকাশ করে জানিয়ে দিলেন মিঠুন

প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ধারাবাহিকের একঘেয়ে ঝগড়া-অন্যায়-অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার ‘মহানায়ক’ উত্তম কুমারের স্মরণে আয়োজিত মঞ্চ থেকে ফের একবার সেই ক্ষোভই উগরে দিলেন মুখ্যামন্ত্রী। এখন দেখার, প্রযোজক ও চ্যানেলগুলি মূখ্যমন্ত্রীর কথা কতটা কানে তোলে।