তুমুল চটেছেন মমতা, পদ খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : দলের নিয়মশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে মোটেই খুশি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বড়সড় রদবদল করা হল শৃঙ্খলারক্ষা কমিটিতে। পদ খোয়ালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার শৃঙ্খলারক্ষা কমিটির নতুন সভাপতি হলেন সুব্রত বক্সি।

পার্থ চট্টোপাধ্যায়ের কাজে বেজার চটেছেন মমতা। বৃহস্পতিবারই নয়া তৃণমূল ভবনে দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক কখন হয়, খবরের কাগজ পড়ে তা জানতে হয় আমাকে। এবার থেকে বৈঠক ডাকতে গেলে আগে আমাকে জানাতে হবে।’

সম্প্রতি একাধিক ঘটনায় সামনে আসছে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বগটুইয়ের পর যেন চূড়ান্ত মারাত্মক আকারে সামনে এসেছে তা। দূর্নীতিতে জড়াচ্ছে বিভিন্ন স্তরের নেতাদের নামও। তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বৈঠকে বলেন, ‘কী করেন এত টাকা দিয়ে? কীসের জন্য প্রয়োজন হয় এত টাকার?’ দলের অন্দরের এহেন ভগ্ন অবস্থা থেকে স্বভাবতই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। সেই কারণেই দলের সংগঠনের খোল নলচে বদলাতে চান তিনি। আর সেই কফিনেই প্রথম পেরেক পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ।

জেলাস্তরের সংগঠনগুলিকে চাঙ্গা করতে আগামী ১০ মে থেকে জেলাসফরও শুরু করছেন মুখ্যমন্ত্রী। দূর্নীতির বিরুদ্ধে যে তিনি কড়া দাওয়াই দিতে চলেছেন দলীয় নেতাকর্মীদের তা বলাই বাহুল্য। প্রতিটি জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বুথ স্তরের কর্মীদের নিয়েও বৈঠক করবেন তিনি। ১০ মে থেকে ১০ জুন অবধি চলবে এই কর্মসূচি। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ মে পশ্চিম মেদিনীপুর সফর দিয়েই এই কর্মসূচি শুরু করবেন মমতা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর