‘তুমি অন্তর দিয়ে গাওনি’, নিজের নতুন অ্যালবামের গান শুনে বাবুলকে সার্টিফকেট মমতার

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) মতো এত বড় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। একার হাতে সামলাচ্ছেন একাধিক দফতর। তারপরও হাজারো ব্যস্ততার মধ্যে তিনি কখনও আঁকেন ছবি , কখনও লেখেন কবিতা। গানও লেখেন মাঝেমধ্যে। এবার পূজায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি গানের অ্যালবাম। সেখানে রয়েছে মমতার ৮টি গান। গানগুলি লিখেছেন, সুরও দিয়েছেন তিনি। তবে নিজের গলায় গাননি তিনি। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়র মতো ৮ জন শিল্পী। তবে বাবুলের গাওয়া গানে খুব একটা খুশি নন মুখ্যমন্ত্রী। সেকথা বাবুলকে জানিয়েওছেন তিনি। চেতলায় পূজার উদ্বোধনে গিয়ে প্রকাশ্যেই বাবুলকে বলে দেন, ‘তুমি অন্তর দিয়ে গান গাওনি’। সেই কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়েন বাবুল। তিনি বলেন, ‘টেনশন ছিল।’ চিন্তা কমানোর উপায়ও বাতলে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘টেনশনের অর্ধেক স্ত্রীকে দিয়ে দাও।’

রবিবার নজরুল মঞ্চে প্রকাশিত হল তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র উৎসব সংখ্যা। জানা যাচ্ছে, উৎসব সংখ্যার প্রচ্ছদটিও নাকি এঁকেছেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম ‘উৎসবের গান।’ অনুষ্ঠানে মমতার লেখা ‘ধ্রুবতারা তুমি’ গানটি গেয়ে শোনান শিল্পী মনোময় ভট্টাচার্য। ঝরনার মতো ঝর গ্রামটি গেয়ে শোনান তৃষা পারুই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে আকাশ যেখানে নীলিমায় নীল গানটি গাইলেন শিল্পী চন্দ্রিকা।

ওই অনুষ্ঠানেও কিন্তু উঠে এসেছে রাজনীতির চর্চা। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কারণ ছাড়াই সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একসময় দিল্লিতে গিয়ে খুব লজ্জা হতো।  বাংলার নামে বদনাম করা কিছু লোকের কাজ। আর বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়। এই মাটির নামে বদনাম করলে আমার রাগ হয়। এই মাটির কারও সম্পর্কে অসম্মান করলে রাগ হয়। যে যেখানেই থাকুন প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা কার্মকাণ্ড থাকবেই। একটা কোথায় ছবি বের হল তা নিয়েও সমালোচনার ঝড়। আমাদের সংস্কৃতি তো মাথা তুলে চলার সংস্কৃতি। বাইরের কিছু লোক টাকা নিয়ে এখানে এমন কেউ নেই যে যার সম্পর্কে এরা খারাপ কথা বলে না। যারা সকালে থেকে সারাদিন এসব করছেন তারা যদি বাংলায় কী কী উন্নয়ন হচ্ছে কোথায় কী ভালো কাজ হয়েছে তা যদি তুলে ধরতেন তাহলে বাংলার উন্নয়ন আরও প্রচার পেত। গোটা দেশে তা শোভা পেত।’

সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপানারা আমাকে গালাগালি করুন, তাতে আমার কিছু যায় আসে না। শুভ মহালয়ার দিনে মায়ের কাছে কামনা করব সকলে যেন ভালো থাকেন। আর বলব যারা এসব করছেন তারা বেশি করে এসব করুন। বেশি করে এসব করে যদি শান্তিতে ঘুমাতে পারেনা তাহলে নিশ্চয় ঘুমাবেন। তবে আমি প্রতিহিংসাপরায়ণ নই। বদলা নয়, বদল চাই বলেছিলাম বলেই গত ৩৪ বছরের বাম আমলের কাউকে গ্রেফতার করা হয় নি। ধোয়া তুলসীপাতা কেউ নয়। যারা দিল্লিতে বসে রয়েছে, ওটা দিল্লি কা লাড্ডু। যে খেয়েছে সে পস্তেছে। যে খায়নি সেও পস্তেছে।’

ad

Sudipto

সম্পর্কিত খবর