বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়া দপ্তর পুজোয় বাংলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আজ থেকে আগামী ১ লা অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে। কিন্তু আবহাওয়া দপ্তরের আশঙ্কা ২ অক্টোবর থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসকে কেন্দ্র করে এবার উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খিদিরপুরের ২৫ পল্লী পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় পূজায় ভারী বৃষ্টিপাত নিয়ে চিন্তার কথা শুনিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি মা দুর্গার কাছে প্রার্থনা করে বলেছি, তিনি যেন পুজোয় বেশি বৃষ্টি না দেন। বিদেশ থেকে বহু পর্যটক এসেছেন পুজো দেখবেন বলে। বৃষ্টি হলে ওদের খুব অসুবিধা হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ২ অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।৪ ও ৫ অক্টোবর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সাথে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে সারা বঙ্গ জুড়ে।
জানা গেছে, আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন না হলেও অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ারে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হলেও আবহাওয়ার তেমন একটা পরিবর্তন ঘটবে না বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের অফিস থেকে।