বাংলা হান্ট ডেস্কঃ বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনা। বহুদিনের অপেক্ষার পর আজই শিলান্যাস করতে চলেছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর। তাঁর দাবি, বেলডাঙায় এই অনুষ্ঠানে প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম হবে। বিশাল জনসমাবেশের আগে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। আদালতের নির্দেশ মেনে পুরো শিলান্যাসস্থলকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই শনিবার সকালে এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সরাসরি হুমায়ূন বা বাবরি মসজিদ উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন সকালে এক্স হ্যান্ডল পোস্টে সরাসরি হুমায়ুন কবীর বা বাবরি মসজিদের শিলান্যাস, কোনও বিষয়েই মন্তব্য করেননি, তবুও রাজনৈতিক মহলের ধারণা, তাঁর এই পোস্ট আসলে বর্তমান পরিস্থিতিকেই ইঙ্গিত করছে। কারণ, মমতা লিখেছেন, “একতাই শক্তি”। একই সঙ্গে মনে করিয়ে দেন, ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সংহতি ও সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয়। তিনি লেখেন, বাংলার মাটি সবসময়ই একতার বার্তা দিয়েছে, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি কখনও বিভেদের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও লেখেন যে, বাংলায় হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান-জৈন-বৌদ্ধ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানে। আনন্দ ভাগ করে নিতে জানে। কারণ বাংলার বিশ্বাস “ধর্ম যার যার, উৎসব সবার”। এরপরই তিনি কড়া মন্তব্য করে বলেন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। এই পুরো বার্তার কোথাও হুমায়ুন বা শিলান্যাসের উল্লেখ নেই। তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা ঘিরেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ৬০-৭০ লক্ষ টাকার আয়োজন! কী কী হচ্ছে আজ বাবরি মসজিদের শিলান্যাসে? জানুন সম্পূর্ণ সূচী
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আজীবনের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল নেতাদের দাবি ছিল ওই এলাকায় বাবরি মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা রয়েছে। যদিও কলকাতা হাই কোর্ট থেকে শিলান্যাস অনুষ্ঠানের অনুমতি আগেই পেয়ে গিয়েছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। সব মিলিয়ে, শিলান্যাসের দিনেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই কড়া পোস্টকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।












