বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে সরকারের সাফল্যের পর এবার আরও এক ধাপ এগোল নবান্ন। একুশে জুলাইয়ের সভা থেকে জনসংযোগ বৃদ্ধির বার্তার পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন নতুন জনমুখী প্রকল্প, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan)। উদ্দেশ্য একটাই, মানুষের ছোট ছোট সমস্যার সমাধান পৌঁছে যাবে তাঁদের পাড়ার মধ্যেই।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দাবি, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে, যা প্রায় ১.৭৫ লক্ষ কোটি (1.75 lakh crore) টাকা। তবুও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প (public welfare projects) থেমে নেই। এবার সেই তালিকায় যুক্ত হল এই নতুন কর্মসূচি। প্রায় ৮০ হাজার বুথে (booth) তৈরি হবে প্রশাসনিক ইউনিট, যেখানে জল, আলো, রাস্তা, সেচ (water, electricity, irrigation), এই জাতীয় ছোট সমস্যা শুনবেন সরকারি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “এখন থেকে আর কাউকে ব্লকে বা জেলা সদরে ছোটাছুটি করতে হবে না।”
৮ হাজার কোটির বরাদ্দ, বুথেই বসবেন আধিকারিকেরা
প্রতিটি ইউনিটে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট খরচ হবে ৮ হাজার কোটি টাকারও বেশি। তিনটি বুথ মিলে এক একটি ইউনিট গঠন হবে। রাজ্য ও জেলা স্তরে তৈরি হবে টাস্ক ফোর্স (Task Force), নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। শিবিরে থাকবেন পঞ্চায়েত, বিদ্যুৎ, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, শিক্ষা দফতরের প্রতিনিধিরা। জনগণের অভিযোগ শুনে মাঠেই তার তৎপর সমাধান করা হবে।
আরও পড়ুনঃ ‘৩০ কোটি বাঙ্গালীর অপমান’, ধনখড় কি সত্যিই অসুস্থ নাকি….? বিজেপিকে তুলোধোনা করলেন মমতা
২০২৬ লক্ষ্যে জনসংযোগ বাড়ানোর বার্তা মমতার (Mamata Banerjee)?
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) লক্ষ্য করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই পদক্ষেপ। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ, অন্যদিকে মাঠে নেমে সরকারি উপস্থিতি দেখানোর বার্তা, সব মিলিয়ে রাজনৈতিক কৌশল স্পষ্ট। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, “এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য, মানুষের মুশকিলের দ্রুত সমাধান।”