নিউটাউনে গরিবদের ‘ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার’, কিভাবে পাবেন? জানুন সব কিছু

Published on:

Published on:

Mamata Banerjee launches affordable flat at Newtown

বাংলা হান্ট ডেস্কঃ নিউটাউনের বুকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হল দুইটি আবাসন প্রকল্প এবং একটি আধুনিক পার্কিং কমপ্লেক্স। একদিকে ৩০০ স্কোয়ার ফিটের ১BHK, অন্যদিকে ৬২০ স্কোয়ার ফিটের ২BHK। সব মিলিয়ে প্রায় ১,২০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামের এই প্রকল্পে।

নিজন্ন ও সুজন্ন, কার জন্য কোনটা?

‘নিজন্ন’ তৈরি হয়েছে সাত একর জমিতে। ১৫ তলা এই বহুতলে থাকছে ৪৯০টি ১BHK ফ্ল্যাট (EWS)। যাঁদের মাসিক আয় কম, তাঁদের জন্যই এই প্রকল্প। অন্যদিকে ‘সুজন্ন’ প্রকল্পেও রয়েছে সাত একরের জমিতে ১৬ তলার আবাসন, যেখানে ৭২০টি ২BHK ফ্ল্যাট (LIG) তৈরি হয়েছে। দুই ক্ষেত্রেই সরকারের লক্ষ্য, স্বল্পবিত্ত মানুষের জন্য নিরাপদ, সস্তা ও মানসম্মত আবাসন (affordable housing) নিশ্চিত করা।

ফ্ল্যাট মিলবে কীভাবে, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পে (Newtown housing project) জমি দেওয়া হয়েছে একেবারে বিনামূল্যে। জমির দাম নেওয়া হয়নি। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে ফ্ল্যাটের দাম অনেকটাই কমিয়ে এনেছে। বাজারদরের তুলনায় অনেক কমে মিলবে এই ফ্ল্যাট। আবেদনকারীদের মধ্যে লটারি করে ফ্ল্যাট বরাদ্দ করা হবে, স্বচ্ছতা বজায় রেখেই।

পার্কিং-এ জায়গা

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উদ্বোধন করেন ‘সুসম্পন্ন’ নামের একটি আধুনিক আটতলা পার্কিং কমপ্লেক্স। এখানেই ১,৫১২টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। নিউটাউনের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এটি নিঃসন্দেহে বড় উদ্যোগ।

Mamata Banerjee launches affordable flat at Newtown

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে “মেড ইন ইন্ডিয়া” iPhone-এর চাহিদা! ২০২৫-এর প্রথম ৬ মাসেই দুর্ধর্ষ রেকর্ড গড়ল Apple

মাথার ওপর ছাদ, এ রাজ্যে এবার কেউ থাকবে না ঘরছাড়া

ফ্ল্যাটগুলির নির্মাণ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। অনেককে ইতিমধ্যেই ঘর বুঝিয়েও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আমি চাই প্রতিটি মানুষের নিজের ঘর থাকুক। স্বপ্ন নয়, এটাই হোক বাস্তব।”