বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নতুন ‘শ্রমশ্রী প্রকল্প’ (Shramashree Prakalpa), যার মাধ্যমে একাধিক সুবিধা দেওয়া হবে শ্রমিক ও তাঁদের পরিবারকে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে শুরু করে শ্রম দফতর পর্যন্ত তৈরি করছে এই প্রকল্পের রূপরেখা।
‘পাড়া সমাধান’ কর্মসূচিতে চলছে শ্রমশ্রী প্রকল্পের (Shramashree Prakalpa) কাজ
দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফেরা শ্রমিকদের নাম নথিবদ্ধ করার কাজ চলছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির মাধ্যমে। শ্রম দফতর ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ যৌথভাবে এই প্রকল্পের খসড়া তৈরি করছে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিক পরিবারের বিস্তারিত তথ্য শ্রম দপ্তরে পাঠানোর জন্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী-সহ অন্যান্য প্রকল্পের সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বাংলায় ফেরা প্রত্যেক পরিযায়ী শ্রমিক “এক বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা” পাবেন। পাশাপাশি তাঁদের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কর্মশ্রী প্রকল্প-এর মাধ্যমে একশো দিনের কাজের জব কার্ড দেওয়া হবে তাঁদের। তাছাড়া খাদ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা মিলবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের।
যাঁদের রাজ্যে ফেরার পর এখনো স্থায়ী বাড়ি নেই, তাঁদের জন্য কমিউনিটি সেন্টারে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তফসিলি জাতি-উপজাতি উন্নয়ন নিগম, সংখ্যালঘু উন্নয়ন নিগম ও ওবিসি উন্নয়ন নিগমের সহায়তার জন্য ঋণের ব্যবস্থা হবে যাতে তাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ পায়। প্রকল্পের আওতায় প্রত্যেককে সচিত্র পরিচয়পত্র দেওয়ারও প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ কবে হবে টেট নিয়োগ? প্রশ্নে জেরবার রাজ্যের বেকার যুবক-যুবতীরা, কী বলছে শিক্ষা পর্ষদ
রাজ্যে ফিরে আসা হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে একাধিক পদক্ষেপ (Shramashree Prakalpa) নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আশ্বস্ত শ্রমিক পরিবারগুলি। তাঁদের মতে, এই উদ্যোগ জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে।