এবছর পুজো কমিটি গুলির জন্য কত টাকা অনুদান ধার্য করেছেন মুখ্যমন্ত্রী? জানুন আজকের বড় খবর

Published on:

Published on:

Mamata Banerjee likely announce a grant of 1 lakh to the state's puja committees

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা ভোট, তার আগে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। এবার এই দুর্গাপুজোয় বড় উপহার পেতে চলেছে রাজ্যের পুজো কমিটি গুলি। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের সমস্ত পুজো কমিটির মেম্বারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শোনা যাচ্ছে এই বৈঠকে রাজ্যের পুজো কমিটি গুলিকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

১ লক্ষ টাকা পর্যন্ত হতে অনুদান, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

গত বছর অর্থাৎ ২০২৪ এ পুজোর সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছর অনুদানের অঙ্ক ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবার সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে বলেই মনে করছে রাজ্যের পুজো কমিটি গুলি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবারের অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করার কথা চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি।

পূজো কমিটিগুলোর অনুদান গত কয়েক বছরে ধাপে ধাপে বেড়েছে। ২০২৩ সালে ৭০ হাজার টাকা থেকে তা ২০২৪ সালে বেড়ে হয় ৮৫ হাজার টাকা। আর এবার আরও ১৫ হাজার টাকা যোগ হয়ে তা পৌঁছতে চলেছে ১ লক্ষে। পাশাপাশি রাজ্য সরকার পুজো কমিটিগুলোর জন্য কর ছাড়ের ঘোষণাও করতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৪৩ হাজারেরও বেশি দুর্গাপুজো কমিটি রয়েছে। প্রত্যেকটি কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হলে রাজ্যের খরচ দাঁড়াবে প্রায় ৪৩০ কোটি টাকা। এর ফলে রাজ্যের আর্থিক ভার কতটা বাড়বে, তা নিয়ে প্রশ্ন উঠছে অর্থনৈতিক মহলে।

পুজোর রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির

এই অনুদানকে ঘিরে ইতিমধ্যেই তীব্র সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির অভিযোগ, সরকার হিন্দু ভোটারদের মন পেতে দুর্গাপুজোকে হাতিয়ার করছে। ভোটের আগে পুজোকে সামনে রেখেই ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস।

Mamata Banerjee likely announce a grant of 1 lakh to the state's puja committees

আরও পড়ুনঃ ‘নির্ভয়া আইন’ থাকতে ‘অপরাজিতা বিল’ কেন প্রয়োজন? রাজভবনের কাছে ব্যাখ্যা চাইল রাষ্ট্রপতি ভবন, চাপে নবান্ন

ভোটের আগে অনুদান বাড়িয়ে পুজো কমিটিগুলোর পাশে দাঁড়ানোর বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কিন্তু সেই সিদ্ধান্তে রাজ্য সরকারের ব্যয়ের ভার কতটা বাড়বে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুজো কমিটিগুলোর কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বড় উপহার। কিন্তু মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই সিদ্ধান্তে রাজ্যের অর্থ ভান্ডারে টান পড়তে পারে বলে মনে করছে রাজনীতিবিদরা।