বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (West bengal) করোনা সতর্কীকরণের মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। বাস এবং মেট্রো চালু করা নিয়ে নির্ধারণ করলেন দিন। মুখ্যমন্ত্রী জানালেন, আগামী ১ লা জুলাই থেকে রাজ্যে সমস্ত বেসরকারী বাস নামবে রাস্তায়। এমনকি বাড়বে না বাসের ভাড়াও। চালু হতে পারে মেট্রোও। বেসরকারী বাস চলাচলে ভর্তুকি দেবে রাজ্য। এবং সেই সঙ্গে লকডাউনের ছাড়ের সময়সীমা আরও এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হল।
মুখ্যমন্ত্রীর ঘোষণা
ক্রমবর্ধমান দাম বাড়ছে ডিজেলের, সেই সঙ্গে সমস্ত সরকারি নিয়ম মেনে রাস্তায় বেরোতে সমস্যায় পড়ছেন বাস মালিকরা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই সব বিষয়ে আলোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানালেন, ”মোট ৬ হাজারের মধ্যে মাত্র আড়াই হাজার বাস নামছে রাস্তায়। তবে ১ লা জুলাই থেকে সমস্ত বাস রাস্তায় নামবে এবং বাস প্রতি ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার। দেবে আগামী ৩ মাস। মোট ২৭ হাজার কোটি টাকা খরচ হবে সরকারের। পাশপাশি বাস কন্ডাক্টরদের এবং চালকদেরকেও স্বাস্থ্য সাথী প্রকল্পের আয়ত্তায় আনা হচ্ছে। ভেলোর এবং এইমস হাসপাতালে মিলবে এই সুবিধা”।
বিমান উড়ানেও বাঁধ সাধলেন
লকডাউনের শিথিলতার সময়সীমা পূর্বে ছিল ভোর ৫ টা থেকে রাত ৯ টা অবধি। তবে এদিন মুখ্যমন্ত্রী এই সময়সীমা আরও একঘন্টা বাড়িয়ে রাত ১০ টা পর্যন্ত করে দিলেন। সেই সঙ্গে বিমান পরিষেবা নিয়েও জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বিদেশ থেকে এই মুহূর্তে নাগরিকদের ফিরিয়ে আনায় স্থগিত রাখতে হবে। এবং ঘরোয়া উড়ানে কোন বিধি নিষেধ মানা হচ্ছে না। সেক্ষেত্রে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
চলতে পারে মেট্রোও
বেসরকারী বাস রাস্তায় বেরোনোর পাশপাশি তিনি ১ লা জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু করারও প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তবে মেট্রো পরিষেবার ক্ষেত্রে আসন প্রতি যাত্রী নির্ধারনের বিষয়ে আলোচনা করা হচ্ছে। তবে অবশ্যই করোনা সতর্কীকরণ মেনে স্যানেটাইজ করে মেট্রো চালাতে হবে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…