বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারাবিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। করোনা ভাইরাসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে প্রত্যেকটি বিশ্ববাসী। বিশ্বের সমস্ত উন্নতশীল দেশ গুলিও হিমশিম খাচ্ছে করনা ভাইরাসের কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য। করোনা ভাইরাসের থাবায় ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রচুর প্রচুর মানুষের।
অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে গত 24 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে প্রত্যেকটি রাজ্য সরকার।
প্রথম দফার লকডাউন উঠে যাওয়ার কথা ছিল 4 এপ্রিল তবে বর্তমান পরিস্থিতির নিরিখে লকডাউন এর সময়সীমা বাড়িয়ে করা হয় 31 শে এপ্রিল পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এখনও অব্দি এতটাই জটিল যে ফের লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জানা যাচ্ছে, ২১ শে মে পর্যন্ত চলতে পারে লকডাউন।
অন্যদিকে, লকডাউনের ফলে বেকার হয়ে পড়েছেন প্রচুর মানুষ। এবং নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য জিনিসের দোকান বন্ধ থাকায় বিপদে পড়েছেন প্রচুর মানুষ। তাদের কথা মাথায় রেখেই নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য জিনিসের ক্ষেত্রেও হোম ডেলিভারির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর এই অনুমতির ফলে টিভি, ফ্রিজ, এসি, ফোন, মাইক্রোওভেন ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বাড়িতে বসে কিনতে পারবেন মানুষ। তিনি আরও জানিয়েছেন, করোনা বিষয়ক মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়েছে। তার সভাপতিত্ব করবেন অমিত মিত্র, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ও পার্থ চট্টোপাধ্যায়।