ভোটের আর বেশি বাকি নেই। তার আগেই বেকারত্ব সমস্যা মেটাতে ‘কর্মই ধর্ম’ নামের নতুন প্রকল্প উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । খাতরায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই নয়া প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এর মধ্য দিয়ে ২ লাখের বেশি যুবক যুবতী উপকৃত হবে।
প্রকল্প উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, কোনো কাজই ছোট নয়। ২ লাখ বেকারের কর্মসংস্থান হলে তাতে অন্তত দশ লাখ মানুষের পেট ভরবে। এই প্রকল্পটিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার।
এই কাজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মাছ বিক্রেতাদের কথা। তিনি বলেন যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন তাদের সাইকেলের পিছনে ঠান্ডা বাক্স থাকে। একই ভাবে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া এই ঋণ নিয়ে বাইক কিনে সেই বাইকে বক্স লাগিয়ে কেউ ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে বা ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবে।
এর আগে, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিসেম্বর থেকে যেমন টেট পাশ করা পরিক্ষার্থীদের নিয়োগ শুরু হয়ে যাবে তেমনই আগামী বছর টেট পরীক্ষা নিয়োগের কথাও ঘোষনা করা হল। ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল তাতে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
২০ হাজারের বেশি এই পরীক্ষায় পাশ করেছিল। ডিসেম্বর মাসেই তাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি, যে সব পরীক্ষার্থী পাশ করেও ইন্টারভিউতে সফল হবে না তাদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে।
অন্যদিকে আগামী টেট পরীক্ষার কথাও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা সংক্রমণ বিচার করে আগামী বছরেই অফলাইনে নিয়োগ শুরু হয়ে যাবে। আড়াই লাখের বেশি চাকুরী প্রার্থীর আবেদনে সাড়া দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যত শীঘ্র সম্ভব সরকার নতুন নিয়োগের বন্দোবস্ত করবে।