‘বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব’! একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের কারণে তীব্রতা ক্রমে বেড়েই চলেছে। এবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওপার বাংলার মানুষদের আশ্রয় দেবেন কিনা জানিয়ে দিলন তিনি।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

এদিন শহিদ দিবসের কর্মসূচিতে একাধিক বিষয়ে কথা বলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মমতা বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি দরজায় কড়া নাড়েন তাহলে আশ্রয় দেব’। একইসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও রকম অশান্তি না করি’।

সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল করার দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh)। ইতিমধ্যেই জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের কারণে প্রাণ হারিয়েছেন শতাধিক। পরিস্থিতি সামাল দিয়ে দেশজুড়ে কার্ফু জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কেউ যদি আশ্রয় চান, তাহলে তাঁকে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুনঃ আদি-নব্য সমম্বয়ের বার্তা! ভোটে জিতে কাদের জন্য কাজ করবে তৃণমূল? বিরাট ঘোষণা অভিষেকের

এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলার পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানাতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, ‘আমরা যত জিতব টোটো নম্র হতে হবে। বিজেপি কখনও মানুষের জন্য কিছু করেনি। দিল্লি সরকারের আয়ু বেশিদিন নেই’। তৃণমূল নেত্রী বলেন, এজেন্সির এত ভয় দেখানো সত্ত্বেও লোকসভা, বিধানসভা নির্বাচনে জিতেছি। বিজেপি, কংগ্রেস, সিপিএমের সঙ্গে লড়ে আমরা জিতেছি।

Trinamool Congress 21st July Mamata Banerjee

এদিন চাকরি বাতিল নিয়েও বার্তা দেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমার কাছে ১০ লক্ষ চাকরি তৈরি। বিজেপি, কংগ্রেস, সিপিএম আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে। কারোর চাকরি যাবে না। সুপ্রিম কোর্টে আমরা লড়াই করছি’। তৃণমূল এজেন্সি দিয়ে কিছু করা যাবে না, একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সাফ ঘোষণা করেন দলনেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর