‘আমি স্তম্ভিত’, যুবভারতীকাণ্ডে মেসির কাছে ক্ষমা চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা

Published on:

Published on:

mamata banerjee(15)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মাসের পর মাস অপেক্ষা, কেউ কেউ মাইনের গোটা টাকা দিয়ে টিকিট কেটেও চোখের দেখা দেখতে পেলেন না লিয়োনেল মেসিকে (Lionel Messi)। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। লিওনেল মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্রের রূপ নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। কাঁচের বোতল থেকে চেয়ার ছোড়াছুড়ি! মাঠের মধ্যে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ক্ষুব্ধ দর্শকরা। বাংলার ফুটবলপ্রেমীদের জন্য আজ কালো দিবস। এবার এই লজ্জাজনক ঘটনা নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত, ক্ষমা প্রার্থনা মমতার | Mamata Banerjee

ইতিমধ্যেই মেসির কাছে ক্ষমা চেয়েছে টুইট করেছেন তিনি। দর্শকদের কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য এসেছিল। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মমতা। লিখেছেন, “আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।”

আরও পড়ুন:

বিস্তারিত আসছে…