বড় খবর : দুর্গাপূজোয় তৃতীয়া থেকেই প্যান্ডেল খোলার নির্দেশ মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন দুর্গাপুজো, সে কারণেই আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রূপরেখা তৈরি চূড়ান্ত করতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন এবং দুর্গাপূজা কলকাতা সহ গোটা বাংলায় কি কি নিয়ম বিধি মেনে চলতে হবে সে কথাও বলেন।

তিনি জানান,’ আবাসনের পুজো বাদ দিয়ে মোট 37 হাজার পুজো হচ্ছে রাজ্যে। মন্ডপ খোলামেলা করতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে। দূরত্ব মেনে অঞ্জলি, সিঁদুর খেলার আয়োজন করতে হবে। পুজোর পরে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনাকে লকডাউন করেই এই যুদ্ধে জয়ী হতে হবে আমাদের।করোনাকে লকডাউন করেই দুর্গাপুজোয় সবাইকে আনন্দ উপভোগ করার আহ্বানও জানান তিনি।

পাশাপাশি তিনি নির্দেশ দেন,’ তৃতীয় থেকে একাদশী পর্যন্ত মন্ডপের দরজা সকল দর্শনার্থীদের জন্য খুলে দিতে হবে। এ বছর কোনও দড়ি,লাইন করা যাবে না। এছাড়াও প্রত্যেকটি পূজা কমিটি কে 50 হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

X