ভোটের আগেই শেষ করতে হবে সব কাজ! উন্নয়নেই জোর নবান্নের, জেলাগুলিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Mamata Banerjee Orders Fast Completion of Development Works
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটের আবহ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে ধর্মের রাজনীতির বদলে উন্নয়নকেই সামনে রাখতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই নবান্ন থেকে সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

সম্প্রতি গত ১৫ বছরে সরকারের কাজের হিসাব তুলে ধরে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর নির্দেশ, এই উন্নয়ন শুধু বইয়ে নয়, বাস্তবে যেন রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছয়। কোনও বাড়ি যেন উন্নয়নের বাইরে না থাকে, সে দিকেই জোর দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাকি থাকা সব উন্নয়ন প্রকল্প শেষ করতেই এখন প্রশাসনের উপর চাপ বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট করে জানিয়েছেন, এসআইআর (SIR) সংক্রান্ত কাজ চলবে, কিন্তু তাতে সাধারণ মানুষের কোনও কাজ বা পরিষেবা যাতে বন্ধ না হয়, সেদিকে নজর রাখতে হবে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা গুরুত্ব দিয়ে শুনতে ও দ্রুত সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পানীয় জল, রাস্তাঘাট, রাস্তার আলো, বাংলার বাড়ি, সেতু নির্মাণ ও সংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

ভোটের আগেই অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য টার্গেট বেঁধে দিয়েছে নবান্ন। সেই কারণেই ‘পথশ্রী’ প্রকল্পের দরপত্র গ্রহণের জন্য একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এখন থেকে এই পোর্টালের মাধ্যমেই পথশ্রী প্রকল্পের টেন্ডার নেওয়া হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছে দিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’, এই দুই প্রকল্পে বিশেষ গুরুত্ব দিতে হবে। কাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসনকে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে।

Mamata Banerjee Orders Fast Completion of Development Works

আরও পড়ুনঃ দিল্লিগামী বন্দে ভারতে টিকিট ছাড়াই ৩০০ যাত্রীকে তুলল রেল

ইতিমধ্যেই সব জেলাকে মানুষের প্রাথমিক চাহিদা পূরণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বাংলার বাড়ি, রাস্তা, জল সংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো, সব উন্নয়নমূলক কাজে গতি আনতেই এই উদ্যোগ। এই কাজগুলির নজরদারির জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৩ জনের একটি পর্যবেক্ষক দলও গঠন করা হয়েছে। সব মিলিয়ে, ভোটের আগে রাজ্যের উন্নয়ন কাজ শেষ করাই এখন নবান্নের প্রধান লক্ষ্য। উন্নয়নকে হাতিয়ার করেই নির্বাচনের ময়দানে নামতে চাইছে মমতার সরকার (Mamata Banerjee)।