বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুম এগিয়ে এলেও প্রশাসনিক কাজকর্মে কোনও খামতি বরদাস্ত নয়। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, নতুন ঘোষিত প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ যাতে বুথ স্তরে যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক।
ভিডিওতে পথনির্দেশ, বুথে সরাসরি সমাধানের লক্ষ্যে শিবির
বৃহস্পতিবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নেতৃত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ সহ প্রশাসনের শীর্ষকর্তারা। আগামী শনিবার, অর্থাৎ ২ অগস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন প্রকল্প শিবির। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। প্রতি তিনটি বুথ মিলিয়ে এক একটি পাড়া ধরে, মানুষের অভাব-অভিযোগ শুনে সরাসরি তার সমাধান করবে প্রশাসন। এই কর্মসূচির জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।
এদিন ভিডিয়োর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কবে, কোথায়, কী ভাবে শিবির করতে হবে, কীভাবে অভিযোগ নিতে হবে এবং দপ্তরভিত্তিক সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি করতে কী পদ্ধতি অবলম্বন করতে হবে। কোনও দপ্তর টালবাহানা করলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের ধর্মতলা সভার পরেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। মোট ৮০ হাজার বুথে এই প্রকল্প চালু করতে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে আনুমানিক ৮০ হাজার কোটি টাকা। রাস্তা, পানীয় জল, ছোট সেতু, স্কুল সংস্কার ইত্যাদি এই ধরনের ছোট অথচ জরুরি দাবি মেটাতেই এই প্রকল্প। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা করেছে শাসকদল।
বৃষ্টির পর ডেঙ্গির আশঙ্কা, সতর্ক বার্তা প্রশাসনকে
রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কলকাতা সহ শহরতলিতে বৃষ্টির জেরে দুর্ভোগের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠতে পারে ডেঙ্গির প্রকোপ। সেই বিষয়েও জেলা প্রশাসনকে আগেভাগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যেসব এলাকায় ইতিমধ্যেই সংক্রমণ বাড়ছে, সেখানেই শুধু নয়, অন্যত্রও আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প কার্যকর করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। দুর্গাপুজোর ব্যস্ততার মধ্যেও এই কর্মসূচির কাজে যেন কোনও ঢিলেমি না আসে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্তরে উন্নয়ন, প্রশাসনের পৌঁছনো এবং জনসংযোগ, তিনটিকেই গুরুত্ব দিয়ে ভোটের আগেই শক্ত ভিত গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার।