বাংলাহান্ট ডেস্ক : বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের। এর প্রতিবাদে বারংবার গর্জে উঠতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাকও দিয়েছিলেন তিনি। আর এবার ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে পা মেলাতে চলেছেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
আজ বুধবার ঝাড়গ্রামে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কলকাতা এবং শান্তিনিকেতনের পর ঝাড়গ্রামে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নামছেন তিনি। এদিন ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত হবে মিছিল। ওই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভুঁইয়ারা।
কী কী কর্মসূচি রয়েছে: পাঁচমাথার মোড়ে মিছিল শেষ হলে সেখানেই একটি সভা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। মঞ্চ তৈরির কাজও চলছে পুরোদমে। পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চারদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনাও তিনি এদিন করতে চলেছেন বলে খবর।
আরও পড়ুন : নিজের নামে রয়েছে একাধিক ভোটার কার্ড? বড় কেলেঙ্কারির আগে বাড়িতে বসেই বাতিল করুন এই পদ্ধতিতে
বাড়ানো হয়েছে নিরাপত্তা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এদিনের কর্মসূচির জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঝাড়গ্রাম শহরের সঙ্গে সঙ্গে জেলাতেও নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সীমানা সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মূলত জানা যাচ্ছে, ঝাড়গ্রাম সফরে বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাই নিরাপত্তা ব্যবস্থায় এত জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : চাহিদা মেটাতে হিমশিম খাওয়ার জোগাড়, সরকারের চোখে ধুলো দিয়েই চলছে দেদারে ‘খোকা ইলিশ’ ধরপাকড়
প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, হেনস্থার একের পর এক অভিযোগ সামনে আসছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এর প্রতিবাদে বড় কর্মসূচির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা, শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে পা মেলালেন মমতা।