ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বদলে যাবে জাতীয় পতাকার রঙ? ভাবাচ্ছে বিরোধীদের গেরুয়া আপত্তি

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India), ইন্ডিয়া বা হিন্দুস্তান আমাদের দেশের নাম অনেক হলেও, জাতীয় পতাকা  (Flag of India) কিন্তু একটাই। তবে নাম ও জাতীয় পতাকা একটা থাকলেও, জাতীয় পতাকায় রঙ রয়েছে তিনটে। গেরুয়া, সাদা ও সবুজ রঙ দিয়ে রাঙানো হয়েছে ভারতের জাতীয় পতাকা। ১৯২১ সালে স্বাধীনতা সংগ্রামী তথা গান্ধীবাদী পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকার বর্তমান ডিজাইনটি তৈরি করেছিলেন। এর আগেও স্বাধীনতা সংগ্রামীরা সময়ে সময়ে আমাদের দেশের জাতীয়  পতাকার নানান ডিজাইন বানিয়েছিলেন। কিন্তু শেষে পিঙ্গালি দ্বারা ডিজাইন করা পতাকাটিকেই দেশের জাতীয় পতাকা হিসেবে মান্যতা দেওয়া হয়।

এখন প্রশ্ন হল যে, এবার কী দেশের জাতীয় পতাকার রঙ বদলাবে? আগেই বলে দিই, বর্তমানে দেশের নাম বদল নিয়ে তুঙ্গে বিতর্ক চলছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এক হয়ে একটি জোট শক্তি গড়ে। সেটির নাম দেওয়া হয় ‘Indian National Developmental Inclusive Alliance’ যা সংক্ষেপে হয়ে দাঁড়ায় I.N.D.I.A। এই নিয়ে বিজেপির তরফ থেকে নানান অভিযোগও তোলা হয়েছিল। এমনকি কয়েকটি থানায় FIR ও দায়ের হয়েছে।

ভারতে এই প্রথম দেশের নাম নিয়ে কোনও জোট তৈরি হল। আর এই জোটের নাম নিয়ে আপত্তি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের। এরপর থেকেই কেন্দ্র INDIA নামের বদলে ভারত ব্যবহার করা শুরু করে। এমনকি রাষ্ট্রপতির তরফ থেকে পাঠানো চিঠিতেও লেখা হয়, ‘রিপাবলিক অব ভারত’। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শোরগোল বেড়ে যায়। বিজেপির একাধিক নেতা, মুখ্যমন্ত্রী দাবি করেন যে, ইন্ডিয়া নাম ইংরেজদের দেওয়া, তাই তাঁরা চায় দেশের নাম ভারত হোক। ওদিকে, বিরোধী পক্ষ দেশের নাম বদলের চেষ্টার জন্য বিজেপির উপর একের পর এক আক্রমণ চালায়।

এখন প্রশ্ন হল, এর মধ্যে জাতীয় পতাকা কোথা থেকে এল? বলে দিই। দু’দিন আগেই বিশ্বকাপের ফাইনাল সম্পন্ন হয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার কাছে হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। আর বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঠিক একদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়ে টিম ইন্ডিয়ার জার্সির রঙ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

সেখানে মুখ্যমন্ত্রী টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের জার্সির রঙ নিয়ে কেন্দ্রকে চাঁচাছোলা আক্রমণ করেন। তিনি বলেন যে, ইচ্ছে করেই ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রঙ গেরুয়া রাখা হয়েছে। মমতার যে গেরুয়া রঙের প্রতি একটু আপত্তি রয়েছে, তা কারও অজানা নয়। কারণ গেরুয়া হল বিজেপির পতাকার রঙ। এমনকি বিজেপির নেতারা গেরুয়াধারী বলেও পরিচিত। তাই বিরোধী হয়ে ওনার আপত্তি থাকাটাও স্বাভাবিক।

কিন্তু এখন একপক্ষের প্রশ্ন এটাই যে, বিজেপি বা কেন্দ্র সরকার ক্ষমতায় থেকে যেমন দেশের নাম ইন্ডিয়া থেকে ভারতে বদলে ফেলতে চাইছে! তেমনইকি বিরোধী জোট ক্ষমতায় এলে তেরঙ্গা থেকে গেরুয়া সরিয়ে অন্য কোনও রঙ দেওয়া হবে? কারণ গেরুয়াতে আপত্তি শুধু মমতার একারই নয়, INDIA জোটের ৯৯% দলেরই রয়েছে। সেই কারণে দেশের জনগণের মনে এই আশঙ্কা জেগে ওঠাও স্বাভাবিক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর