‘৩০ কোটি বাঙ্গালীর অপমান’, ধনখড় কি সত্যিই অসুস্থ নাকি….? বিজেপিকে তুলোধোনা করলেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee questions Vice President's resignation

বাংলা হান্ট ডেস্কঃ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনার ঝড়। পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’র কথা বলা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই দাবি মেনে নিতে নারাজ। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “উনি সম্পূর্ণ সুস্থ। আমি জানি না আড়ালে কী হচ্ছে। দেখা যাক, কিন্তু উনি অসুস্থ, এমনটা আমার মনে হয় না।”

‘ধনখড় একেবারেই সুস্থ’, কটাক্ষ মমতার (Mamata Banerjee)

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সঙ্গে তৃণমূল সরকারের বহু সংঘর্ষের স্মৃতি এখনও টাটকা। এবার সেই প্রেক্ষাপটে তাঁর হঠাৎ পদত্যাগকে নিছক অসুস্থতা নয়, রাজনৈতিক নেপথ্য চাল বলেই মনে করছেন অনেকেই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শরীরই যদি একমাত্র কারণ হয়, তবে আরোগ্য কামনা করি। না হলে কৌতূহল থেকেই যায়।” সাংসদ সুস্মিতা দেবও বিস্মিত—“ভাবিনি এতটা গুরুতর অসুস্থতা পদত্যাগের কারণ হবে। ছুটি তো নেওয়া যেত।”

এদিনই অসম ও হরিয়ানায় পশ্চিমবঙ্গবাসীদের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক পদক্ষেপের অভিযোগ তুলেও কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অভিযোগ, অসমের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল ও নিত্য শীলকে ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পাঠানো হয়েছে। মমতার প্রশ্ন, “এক রাজ্য কীভাবে আরেক রাজ্যের বাসিন্দাকে বিদেশি ভাবে? এটা সাংবিধানিক লঙ্ঘন, ভাষাগত নিপীড়ন।”

‘বাংলার মানুষকে টার্গেট করছে বিজেপি’, অভিযোগ মমতার (Mamata Banerjee)

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে মমতা বলেন, “মণিপুরে কিছু করতে পারছেন না, কিন্তু বাংলার মানুষকে নিশানা করছেন। আমি সব ভাষাকেই শ্রদ্ধা করি, কিন্তু মাতৃভাষার অপমান মেনে নেব না।” তিনি হুঁশিয়ারি দেন, “ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে ক্ষমতা দখল করা যাবে না। আমরা বাংলার মানুষের পাশে আছি।”

Mamata Banerjee questions Vice President's resignation

আরও পড়ুনঃ বধূ নির্যাতনের মামলা করলেই গ্রেফতার নয়! হাইকোর্টের রায়কে মান্যতা শীর্ষ আদালতের

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, শুধু রাজনৈতিক দিক থেকে নয়, সাংস্কৃতিক ও ভাষাগতভাবে এই আক্রমণ ভয়ঙ্কর। তাঁর দাবি, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। “এই অবমাননা শুধু বাংলা নয়, ভারতীয় সংবিধানেরও অপমান”, বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।