‘রাজনীতি করলেও আমি মানুষ’! আরজি কর কাণ্ডে রাজপথে মমতা, ফাঁসির দাবিতে সরব তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে এবার পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই এই নারকীয় ঘটনার অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন তিনি। আজ মিছিলেও শোনা গেল সেই একই সুর। ‘দোষীদের শাস্তি চাই। শাস্তি নয়, ফাঁসি চাই’, স্লোগান তুললেন তৃণমূলের সাংসদ, বিধায়করা।

আরজি কর কাণ্ডে রাজপথে মিছিল মমতার (Mamata Banerjee)!

আজ দুপুরে মৌলালি থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর মিছিল। পাশে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়ারা। এছাড়া বিধায়ক অদিতি মুন্সি, নয়না বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজাকেও হাঁটতে দেখা গিয়েছে মিছিলে।

এদিন হাতজোড় করে মিছিলে হাঁটেন মমতা। তৃণমূল সাংসদ, বিধায়ক, কর্মী, সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও আজ পা মিলিয়ে ছিলেন বলে খবর। কারোর গলায় ঝুলছে পোস্টার, কেউ আবার ধরে রেখেছে প্ল্যাকার্ড। সবার দাবি একটাই, দোষীদের শাস্তি চাই।

আরও পড়ুনঃ ‘কতজনকে জেলে ভরবেন’? রুদ্রনীল ঘোষকে আটক, হুঙ্কার বিজেপি নেতার!

মিছিল শেষের পর তৃণমূলের মহিলা নেত্রীদের নিয়ে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে স্লোগান উঠতে থাকে, ‘দোষীদের শাস্তি চাই। শাস্তি নয়, ফাঁসি চাই। তাড়াতাড়ি বিচার চাই’ (RG Kar Incident)। এদিন জোড়াফুল শিবিরের নেত্রীরা বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা চলবে না। ‘কুৎসা নয়, সত্য চাই’, ‘নাটক নয়, ফাঁসি চাই’ সহ একাধিক স্লোগান তুলতে থাকেন তাঁরা।

এরপর বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই দূরদূরান্ত থেকে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। মমতা (Mamata Banerjee) বলেন, ‘সবাইকে এত তাড়াতাড়ি প্রতিবাদ মিছিলে আসার জন্য অভিনন্দন জানাই। আমাদের দলের সাংসদ, বিধায়ক, নেত্রী রয়েছেন। ববি, অরূপ, সুব্রত, কল্যাণ রয়েছেন’।

Mamata Banerjee rally against RG Kar incident

এদিন উন্নাও, হাথরস থেকে রাজভবন কাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘উন্নাও, হাথরসে যখন হয়, তখন তাঁরা প্রতিবাদ করেন না। রাজভবনে হেনস্থায় ঘটনায় প্রতিবাদ করেন না। আজ দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে এমন করছেন’। মমতা (Mamata Banerjee) বলেন, আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সকল দাবি মানা হয়েছে। ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয়েছে, ডগ স্কোয়াড গিয়েছে। তাঁর কথায়, ‘দেহ যখন বাড়িতে পৌঁছতে যাচ্ছিল। একজন বিজেপি নেত্রী মাঝপথে বাবা-মাকে নামিয়ে দেন। পুলিশ হস্তক্ষেপ করে। রাত জেগে আমি খোঁজ নিয়েছি। রাজনীতি করলেও আমি মানুষ। ঘটনায় জ্বলে যাচ্ছিলাম’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর