গত পরশু তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল CBI এর টিম। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাতে গিয়েছিল সিবিআই। কিন্তু সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না। এরপর সিবিআই-এর নোটিশের জবাব গতকাল দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি সিবিআইকে আজ দুপুর ১১ টা থেকে ৩ টে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য সময় বেঁধে দেন।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরশান্তিনিকেতনে সিবিআইএর আধিকারিকদের যাওয়ার সম্ভাবনা আছে। সুত্র মতে, সিবিআই-এর স্পেশ্যাল টিম আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়াও গতকাল রুজিরার বোনের দেওয়া বয়ানের সঙ্গে ওনার বয়ান মিলিয়ে দেখবে সিবিআই-এর আধিকারিকরা। তবে সিবিআই-এর টিম কখন শান্তিকুঞ্জে পৌঁছাবে সেটা এখনও জানা যায়নি।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই পৌঁছানোর আগে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার