তিনটি মেট্রো রুটের উদ্বোধনে বঙ্গে প্রধানমন্ত্রী, আমন্ত্রণ সত্ত্বেও উপস্থিত থাকছেন না মমতা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহেই বঙ্গে বড় কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একসঙ্গে কলকাতা মেট্রোর তিন তিনটি রুটের উদ্বোধন করবেন তিনি। আগামী ২২ শে অগাস্টের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু এবার খবর এল, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের অনুষ্ঠানে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, রুবি-বেলেঘাটা স্টেশন এবং শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযুক্তিকরণ এই তিনটি রুটের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। পুজোর মুখে রাজনৈতিক মহলের চোখ থাকবে সেদিকেই। কিন্তু সেই অনুষ্ঠানে এবার না থাকারই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিয়েছেন বলে খবর। এর নেপথ্যে একাধিক কারণ উঠে আসছে।

Mamata Banerjee reportedly will not attend Kolkata Metro route inauguration

কী কারণে এমন সিদ্ধান্ত: সূত্রের খবর, বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগে লাগাতার সরব হতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। ভিন রাজ্যে বাংলা বললেই পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে হেনস্থা করার অভিযোগ উঠছে। এমতাবস্থায় কেন্দ্রের কর্তাদের সঙ্গে একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উপস্থিত না থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। আরও অভিযোগ উঠছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলির জন্য পরিকল্পনা থেকে অর্থ বরাদ্দ সবটা মমতাই (Mamata Banerjee) করেছিলেন। এখন ভোটের আগে সেসব উদ্বোধন করে বিজেপি নাম কিনতে চাইছে। কেন্দ্রের বিরুদ্ধে উঠেছে ‘চক্রান্ত’এর অভিযোগ।

আরও পড়ুন : ঘোষণার পরেই শুরু কাজ, পুজোর আগেই বিতরণ হবে ১২ লক্ষ সবুজ সাথী সাইকেল!

আগে উঠেছে অপমানের অভিযোগ: রয়েছে আরও একটি কারণ। এর আগেও সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু সেখানে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ‘অপমান’এর অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীকে। তাই এবার এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও অনুষ্ঠানে উপস্থিত তিনি উপস্থিত থাকছেন না বলে খবর সূত্রের।

আরও পড়ুন : কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বেই ইলিশের স্বর্গরাজ্য, টাটকা চওড়া পেটির মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও রেলমন্ত্রী থাকাকালীন যেসব কাজ তিনি করেছিলেন, বিভিন্ন এলাকায় সেসব প্রচার করবে তৃণমূল। বাংলার বিভিন্ন জেলার জন্যও তিনি যেসব কাজ করেছেন তাও দলের তরফে প্রচার করা হবে বলে জানা যাচ্ছে।