টাইমলাইনপশ্চিমবঙ্গ

ক্যাব প্রতিবাদ: গণতান্ত্রিক পথে আন্দোলন করার নির্দেশ মমতার

বাংলা হান্ট ডেস্ক :  যেভাবে দেশজুড়ে সিএবি বিরোধী আন্দোলন শুরু হয়েছে তাতে উত্তাল উত্তর পূর্ব থেকে দক্ষিণ। অসম, মেঘালয়ের মতো অশান্তির আঁচ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। শুক্রবারের পর থেকে দফায় দফায় কখনও ট্রেন আটকে বিক্ষোভ আবার কখনও ট্রেনের মধ্যে ইঁট পাটকেল ছোঁড়া হচ্ছে। আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যেভাবে দেশজুড়ে অশান্তির আগুন ক্রমশই দাবানলের আকার নিচ্ছে তাতে রাজ্যের অবস্থা একেবারেই সঙ্গিন।

পথ অবরোধ থেকে রেল অবরোধ হচ্ছে সব জায়গায়। কখনও উলুবেড়িয়া তো কখনও পার্ক সার্কাস। শুক্রবারের মতো শনিবারও বিক্ষোভ অব্যাহত। তবে এবার বিক্ষোভ কারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাই আইন নিজের হাতে না তুলে নিয়ে গণতান্ত্রিক পথে আন্দোলন করার বার্তা দিলেন। একইসঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট না করার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।

https://twitter.com/WBPolice/status/1205770124021551106

শনিবার সকাল থেকে সলপ, কোনা হাইওয়ে, মুর্শিদাবাদ, বীরভূমের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসির হাট থেকে ঘোজাডাঙ্গাতেও বিক্ষোভ দেখানো হয়। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্যের মানুষকে অশান্তি না ছড়ানোর বার্তা দিয়ে রাজ্য জুড়ে শান্তি আব্যাহত রাখার পরামর্শ দিলেন ববি হাকিম। তাঁর কথায় এ শুধু হিন্দু বা  মুসলিমের নয় গোটা দেশের মানুষের সমস্যা। তাই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি জানান অশান্তি ছড়িয়ে আদতে বিজেপিকে সমর্থন করা হচ্ছে। তাই রাজ্যে অশান্তি আঁচর পেয়ে অমিত শাহ হাসছেন। একইসঙ্গে তিনি আরও বলেন এই আন্দোলনের জন্য হিন্দু ও মুসলিমদের ঐক্য নষ্ট হচ্ছে। তাই এভাবে পথ অবরোধ করে মানুষের সমস্যা না সৃষ্টি করার বার্তা দেন তিনি।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker