ছ’মাসের প্রশিক্ষণ সাত দিনে, তিন মাসের মধ্যেই চাকরি! পুলিশে নিয়োগ নিয়ে নয়া নির্দেশ মমতার

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে রাজ্য পুলিশের সব নিয়োগ প্রক্রিয়া (Recruitment)। অন্যদিকে পুলিশে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রক্রিয়া ছয় মাসের বদলে ৭ দিনে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

রাজ্য পুলিশে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান গত জানুয়ারি মাসে। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবি ছিল, রিজার্ভেশন পলিসির মিথ্যা নাম করে সমস্ত ফল আটকে রেখেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও পুলিশের কনস্টেবল পদে নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে মিছিল হয় গত এপ্রিল মাসে।

এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশে নিয়োগের ক্ষেত্রে সময়সীমা ধার্য করে দিলেন। পুলিশে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ছয় মাস ধরে এতদিন প্রশিক্ষণ দেওয়া হতো। এবার সাত দিন প্রশিক্ষণ দেওয়ার পর থানায় পাঠান। ফোর্স বাড়ান সেখানে। মাসের মধ্যে ২১ দিন ফিল্ডে করানো হোক। অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হোক সাত দিন।”

mamata 2

নবান্ন সভাঘরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক ডাকেন। পুলিশের নিয়োগ সংক্রান্ত বিষয়টি এই বৈঠকেই মুখ্যমন্ত্রী উত্থাপিত করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ল্যাথার্জি, ক্যাজুয়ালনেস ব্যাপার চলে এসেছে। আজ করছি, কাল করছি। কারণ নিয়োগ যে করছে তার তো কিছু এসে যায় না। যেসব ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছেন তাদের তো আশা রয়েছে যে চাকরি কবে পাবো। স্পষ্টভাবে আমি বলছি আগামী তিন মাসের মধ্যে পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর