বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে বিরোধিতা করলেও সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনকে মান্যতা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে মুর্শিদাবাদে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানালেন, রাজ্যে ধর্ম ও সম্প্রীতি রক্ষা করা তাঁর প্রধান লক্ষ্য। তিনি ওয়াকফ আইন নিয়ে ছড়ানো ভুল তথ্যকে উড়িয়ে দিয়ে জানালেন, রাজ্য সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং কারও সম্পত্তি কেউ দখল করতে পারবে না।
কী বলেছেন মমতা (Mamata Banerjee)?
এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “আমি জগন্নাথ ধাম যেভাবে করি, তেমনি মুসলিম বেড়িয়াল গ্রাউন্ডেও কবরস্থান করি। পুরহিতদের এবং মোয়াজ্জেমদের ভাতা দিই। লোকশিল্পীদেরও সাহায্য করি। তাই এই কাজ আমরা করেছি, করছি এবং করব। কেউ বলছে আমরা ওয়াকফ নিয়ে কিছু করি নি, এটা পুরোপুরি মিথ্যা।”
তিনি (Mamata Banerjee) আরও বলেন, রাজ্য সরকার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইন পাশ করেছিল। এই আইনের মাধ্যমে জোর করে কোনো সম্পত্তি নেওয়া যাবে না। “আমার আগমনের আগে রাজ্যে ৮২ হাজার ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে ছিল। আমরা কাজ করে যাচ্ছি। নতুন যে WMC পোর্টাল হয়েছে, সেখানে আপলোড হচ্ছে UMWD এর মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগে ওয়াকফ বোর্ড আপলোড করত, এখন আপলোড করছে মতুয়ালিরা। এরা কারা? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। মতুয়ালিরা আপলোড করবে, পরে রাজ্যের ওয়াকফ বোর্ডকে দেবে। তাই নিশ্চিন্ত থাকুন, কারও সম্পত্তি কেউ দখল করতে পারবে না। কারও কথায় কান দেবেন না। যা বলছি, এখানেই বলছি। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুনঃ রেজিনগরে বাবরি ইস্যুতে চাপে হুমায়ুন, মামলা গেল কলকাতা হাই কোর্টে
এছাড়া রাজ্যের SIR প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন আরও জানিয়েছেন, তিনি নিজে এখনও ফর্ম ফিলাপ করেননি। যতদিন পর্যন্ত রাজ্যের মানুষ পুরো ফর্ম ফিলাপ করবেন না, ততদিন তিনিও তা করবেন না। মুর্শিদাবাদে তিনি এই বিষয়টি আরও একবার স্পষ্টভাবে উল্লেখ করেন।












