পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছিলেন, বাড়ির কালীপুজোয় সেই বিতানের মা-বাবাকে প্রসাদ পাঠালেন মমতা

Published on:

Published on:

mamata banerjee(11)

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবারের ন্যায় এবারেও ধুমধাম করে কালীপুজো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। এবারেও নিজের হাতেই সবটা সামলেছেন মমতা। উপস্থিত ছিলেন অভিষেক, তৃণমূলের নেতা-নেত্রী, মন্ত্রী-সাংসদ সহ টলিপাড়ার একাধিক চেনা মুখ। প্রতি বছরই এই দিনগুলিতে প্রচুর মানুষের সমাগম হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। মঙ্গলবার মা কালীর নিরঞ্জনের দিনও চূড়ান্ত ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এরই মাঝে একটু সময় বের করে বিতান অধিকারীর (Bitan Adhikari) বাবা-মায়ের জন্য প্রসাদ পাঠিয়েছেন তিনি।

Mamata Banerjee celebrates Kali Puja at home as a loving hostess

বিতান অধিকারীর বাড়িতে প্রসাদ পাঠালেন মমতা | Mamata Banerjee

বিতান অধিকারী, পহেলগাঁও-কাণ্ডে নিহত বাংলার যুবক। গত ২২ এপ্রিল দেশের বুকে ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসের ঘটনা। পাক মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের বৈসরণ ভ্যালিতে ঢুকে এসে নাম, ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়ে হত্যা করে ২৬ জনকে। প্রাণ হারান বিতান অধিকারীও। পরিবার পাটুলির বাসিন্দা হলেও কর্মসূত্রে ফ্লোরিডার থাকতেন বিতান। দেশে এসে কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি।

প্রসঙ্গত, কাশ্মীরের সেই ভয়াবহ ঘটনার পর এই বিতনের পরিবার নিয়ে কম রাজনীতি হয়নি। দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এই পরিবার। তবে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বিতানের বৃদ্ধ মা-বাবার পাশে দাঁড়িয়েছিলেন। উল্লেখ্য, কিছুদিন আগে এই পরিবার উপস্থিত ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেও।

আরও পড়ুন: দিওয়ালির ভুরিভোজের পর গ্যাস-অম্বলে কাহিল? শরীরের টক্সিন তাড়াবে এই প্রাকৃতিক চূর্ণ

সেই সময় এই পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। আগেও বিতান অধিকারীর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তাঁর বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেওয়ার কথাও জানানো হয়েছিল সরকারের তরফে। সেখানে মাসিক ১০ হাজার টাকা করে পাওয়া যাবে। এবার কালীপুজোয় তাঁদের বাড়িতেই প্রসাদ পাঠালেন মমতা।