বনগাঁয়ের বার্তার পর সংখ্যালঘু দুই জেলায় মমতা, হুমায়ুন-মিম এর জন্যই কি চাপে দল?

Published on:

Published on:

Mamata Banerjee Set for Malda-Murshidabad Visit
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক হাওয়া ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বনগাঁয় মতুয়াদের বার্তা দেওয়ার মাত্র একদিনের ব্যবধানে এবার মালদহ ও মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বড় রাজনৈতিক সভা করবেন তিনি।

মতুয়াদের বার্তার পর নতুন রাজনৈতিক কৌশল মমতার (Mamata Banerjee)

বনগাঁর সভায় মতুয়াদের আশ্বস্ত করেছিলেন মমতা (Mamata Banerjee)। তিনি পরিষ্কারভাবে বলেন, তৃণমূল থাকতে মতুয়াদের গায়ে আঁচ লাগতে দেবেন না। একুশ ও চব্বিশের নির্বাচনে মতুয়া ভোটের বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল। তাই এসআইআর বিতর্কের আবহে প্রথম সভা থেকেই ফের সেই ভোটব্যাঙ্ক ধরার চেষ্টা শুরু করেছেন তৃণমূল নেত্রী। সেই ধারাবাহিকতাতেই এবার তিনি যাচ্ছেন মালদহ ও মুর্শিদাবাদে, যেখানে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মালদহ ও মুর্শিদাবাদ।
বর্তমানে মুর্শিদাবাদে কংগ্রেস কার্যত কোণঠাসা। মালদহে কংগ্রেস একটি লোকসভা আসন ধরে রেখেছে। তবে দুই জেলাতেই বামেরা সক্রিয়। একই সঙ্গে বিজেপি দ্রুত নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। আর এই দুই জেলায় আইএসএফ ও AIMIM-এর প্রভাবও বাড়ছে, যা তৃণমূলের জন্য নতুন চিন্তার কারণ।

বাইরের প্রতিপক্ষ ছাড়াও তৃণমূলের বড় সমস্যা দলের ভেতরের ঝামেলা। মালদহ ও মুর্শিদাবাদে এই দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। তার সঙ্গে আছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি প্রায় প্রতিদিনই নিজের দলকেই আক্রমণ করছেন। আবার বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করে নতুন বিতর্কও তৈরি করেছেন তিনি। ফলে এই দুই জেলা এখন কার্যত রাজনৈতিক টানাপোড়েনে ভরপুর।

Mamata Banerjee Set for Malda-Murshidabad Visit

আরও পড়ুনঃ বিজেপির সংকল্প যাত্রার অনুমতি অনুমতি দেয়নি পুলিশ! শুভেন্দুর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে তৃণমূল? বিস্ফোরক বার্তা গেরুয়া শিবিরের

এই জটিল পরিস্থিতির মধ্যেই দুই দিনের সফরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৩ ও ৪ ডিসেম্বর দুই বড় সভা করবেন মুখ্যমন্ত্রী। ৩ ডিসেম্বর মালদহের গাজোলে সভা।সেদিনই সড়কপথে মমতা পৌঁছবেন বহরমপুরে। ৪ ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে তাঁর বড় সভা। এই দুই সভা থেকেই কী বার্তা দেবেন মমতা, কোন ভোটব্যাঙ্ককে লক্ষ্য করবেন, এখন সেই দিকেই তাকিয়ে পুরো রাজনৈতিক মহল।