মমতার কণ্ঠে আগমনী সুর, পঞ্চমীতে রাজ্যবাসীকে বিশেষভাবে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Mamata Banerjee shares festive song on Maha Panchami

বাংলা হান্ট ডেস্কঃ চারিদিকে পূজোর আবহ! আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে দেবীর আগমনী সুর। এর মধ্যেই মহাপঞ্চমীর সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহাপঞ্চমীর দিন সকালবেলা মুখ্যমন্ত্রী নিজের এক্স (X) হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। তবে শুধু শুভেচ্ছা বার্তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার সাথে শেয়ার করেছেন নিজের লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া এক বিশেষ গান।

ভিডিও শেয়ার করে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

ভিডিওটি শেয়ার করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তার ক্যাপশনে লিখেছে, “মন দিয়া, সুর দিয়া, মন সাগরের ভোরে আমি তাই, মন সাগরের ভোরে আমি নাই”। এরপর মুখ্যমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে লিখেছেন, “সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

এর আগেও চতুর্থীর দিন অনুরাগীদের জন্য নতুন উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেদিনও নিজের লেখা ও সুর করা আরেকটি গান সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। সেই গানটি গেয়েছেন তৃষা পাড়ুই। গানের ভিডিও এক্স (X)-এ পোস্ট করে তিনি লিখেছিলেন, “পুজোর আবহে সকলের জন্য এই গানই তাঁর শুভেচ্ছা।”

উল্লেখ্য, মহালয়ার আগের দিন থেকেই একাধিক মণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শুধু কলকাতায় নয়, জেলার বিভিন্ন প্রান্তেও তিনি ভার্চুয়ালি বা সরাসরি একাধিক পুজো উদ্বোধনে যোগ দিয়েছেন।

Mamata Banerjee shares festive song on Maha Panchami

আরও পড়ুনঃ SIR ইস্যুতে পাল্টা প্রচার, শমীক-শুভেন্দুদের সংগঠন মজবুত করার নির্দেশ দিয়ে কি বললেন অমিত শাহ?

উল্লেখ্য, প্রতিদিনই রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে মহাপঞ্চমীতে নিজের লেখা ও সুর করা গান দিয়েই নতুন করে পুজোর আবহ তৈরি করলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই পোস্ট ঘিরে বিরোধীদের কটাক্ষ এবং দলীয়দের সমর্থন উভয়েই লক্ষ্য করা গিয়েছে।