মহাসপ্তমীতেও শুভেচ্ছার বার্তা, ফের সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গান শেয়ার করলেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee Shares Festive Songs to Greet Mahasaptami

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তমীর সকালে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে ফের নিজের লেখা ও সুর করা গান সমাজ মাধ্যমে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানটি শেয়ার করে মুখ্যমন্ত্রী তার ক্যাপশনে লিখেছেন, “শরৎ আকাশের নীল গগনে, মা এসেছে দুর্গা অঙ্গনে”।

সপ্তমীর শুভেচ্ছা বার্তায় কি লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

শুধু এটুকুই নয়, দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও লিখেছেন যে, “সকলকে জানাই মহাসপ্তমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

মহালয়ার আগের দিন থেকেই শহর ও জেলার একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই দিন থেকেই মণ্ডপ খোলা থাকায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। ষষ্ঠীর সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় বাড়াচ্ছে পুজো দেখার। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা থামাতে পারেনি দর্শনার্থীদের। মণ্ডপে মণ্ডপে ঢলে পড়েছে মানুষ, সবাই মায়ের দর্শনেই মগ্ন।

এর আগেও নিজের লেখা ও সুর করা গান সমাজ মাধ্যমে শেয়ার করে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সপ্তমীতেও তার ব্যতিক্রম হয়নি। সপ্তমীর সকালেও মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা এবং তার সাথে শারদীয়ার গান রাজ্যবাসীর মধ্যে উৎসবের আমেজ দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর গান।

Mamata Banerjee Shares Festive Songs to Greet Mahasaptami

আরও পড়ুনঃ সন্তোষ মিত্র স্কোয়ারে রাজন্যা-প্রান্তিক, পাশে সজল, প্রশ্ন উঠতেই খোলামেলা ‘স্বীকারোক্তি’ বিজেপি কাউন্সিলরের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লেখা ও সুরু করা শারদীয়ার গান থেকে শুরু করে কলকাতার পুজো দেখার ভিড় ও আনন্দের এই ধারাবাহিকতা শারদীয় পুজোর মুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে। বাড়িতে, মণ্ডপে, রাস্তায়, সবাই একসঙ্গে মায়ের আগমনের আনন্দে মেতে উঠেছেন।