কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়লো নয়া পালক! টুইটে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে শিক্ষার বিচারে দেশের সকল ইউনিভার্সিটিগুলির মধ্যে শীর্ষস্থান দখল করে নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকেও একাধিক সম্মান পায় বাংলার ‘এই’ ইউনিভার্সিটি। একইসঙ্গে, বাংলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও জায়গা করে নেয় শীর্ষ তালিকায়। বর্তমানে বেসরকারি সংবাদ সংস্থার সমীক্ষায় আবারো একবার গর্বের সাক্ষী থাকলো গোটা বাংলা।

সম্প্রতি ইন্ডিয়া টুডে’র (India Today) দ্বারা প্রকাশিত সমীক্ষায় কলকাতা ইউনিভার্সিটির মুকুটে নয়া পালক জুড়লো। এদিন টুইট করে এই সুখবরটি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সমীক্ষা অনুযায়ী, গত তিন বছরে দেশের সকল ইউনিভার্সিটিগুলির মধ্যে সর্বোচ্চ পিএইচডি সংখ্যার বিচারে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে, ‘কেরিয়ার প্রোগ্রেশন এন্ড প্লেসমেন্ট’-এর বিচারে তৃতীয় স্থান দখল করেছে কলকাতা।

অপরদিকে, সামগ্রিক শিক্ষার বিচারেও কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ষষ্ঠ স্থান দখল করেছে। উল্লেখ্য, সামগ্রিক শিক্ষার বিষয়টি প্রধানত শিক্ষার মান, পড়ুয়াদের লেখাপড়া এবং শিক্ষা পরিকাঠামোর মতো একাধিক বিষয়ের উপর নির্ভর করে।

এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কলকাতা ইউনিভার্সিটির অনবদ্য পারফরম্যান্সের জন্য সম্মান পেয়েছে। ইন্ডিয়া টুডে’র ‘বেস্ট ইউনিভার্সিটি সার্ভে ২০২২’-এর দ্বারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ইউনিভার্সিটি ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে।” একইসঙ্গে তিনি লেখেন, “দেশে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ পিএইচডি সংখ্যার বিচারে কলকাতায় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং ‘কেরিয়ার প্রোগ্রেশন এন্ড প্লেসমেন্ট’-এর বিচারে তৃতীয় স্থান দখল করে নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল পড়ুয়া এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর