গ্রাহকদের জন্য বড় ঘোষণা! SBI সহ এই ৩ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্ক SBI (State Bank of India) সহ তিনটি বড় ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য এনেছে এক বিশেষ উপহার। চলতি মাসে গ্রাহকরা পেতে চলেছেন ব্যাংকের থেকে বিশেষ সুবিধা। কিন্তু, প্রশ্ন হল এই তিনটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কী নতুন বন্দোবস্ত করেছে ? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত..

আমাদের দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক হল এসবিআই। তবে এসবিআই ছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যেও এই বিশেষ সুযোগ মিলবে ।  বিভিন্ন মেয়াদে এফ ডি সুদের হারে এই বৃদ্ধি করা হয়েছে। চলুন, জেনে নেওয়া যাক কোন ব্যাংক কত শতাংশ সুদের হার বাড়িয়েছে।

এসবিআই: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) 2 কোটি টাকার কম আমানতের সুদের হার বাড়িয়েছে। ব্যাংক বিভিন্ন মেয়াদের জন্য সুদের হার 15 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এসবিআই তে এখন সাধারণ বিনিয়োগকারীরা এফডি-তে 2.90% থেকে 5.65% হারে সুদ পাবেন। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য আমানত 3.40% থেকে 6.45% পর্যন্ত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: পাবলিক সেক্টর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2 কোটি টাকার কম আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক এখন 2.75% থেকে 5.55% পর্যন্ত সুদের হার নিচ্ছে৷ এটি 7 দিন থেকে 555 দিন পর্যন্ত মেয়াদপূর্তির আমানতের জন্য।STATE BANK OF INDIA

Axis Bank: বেসরকারী খাতের Axis Bank 2 কোটি টাকার কম আমানতের সুদের হার বাড়িয়েছে। ব্যাংকটি আমানতের সুদহার ০.৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ব্যাঙ্ক 17 মাস থেকে 18 মাস মেয়াদের জন্য FD-এর সুদের হার 45 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এখন নতুন হার ৫.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.০৫ শতাংশ করা হয়েছে। এই হার 11 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে 16 জুলাই ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়িয়েছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর