অমিত শাহের নাম শুনেই সাংবাদিককে ধমক মমতার! বললেন আমার সামনে ওনার নাম নেবেন না

বাংলা হান্ট ডেস্কঃ 2024 সালের লোকসভা নির্বাচন ঘিরে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। বিরোধী দলগুলি যেমন বিজেপিকে হারানোর প্রস্তুতি শুরু করেছে, ঠিক তেমনি ভাবে নিজেদের গদি বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার আর সেই উদ্দেশ্যেই বর্তমানে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন তিনি, সঙ্গে নিয়ে আসেন সিএএ প্রসঙ্গ। অমিত শাহকে নিয়ে প্রশ্ন করাতে এদিন সাংবাদিক বৈঠকে চটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত সাংবাদিককে ধমকও দেন তিনি। অমিত শাহের নাম শুনে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, সেটাই ঠিক আছে। ওনার নাম নেওয়ার দরকার নেই।” ফলে স্বভাবতই অমিত শাহের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততা স্পষ্ট হয়ে ওঠে।

এদিন অমিত শাহ সিএএ প্রসঙ্গ টেনে বলেন, “তৃণমূল সরকার সিএএ নিয়ে জনসাধারণকে ভুল বুঝিয়ে চলেছে। তবে আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, একবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত হলেই আমরা এটি কার্যকর করব।” এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিএএ মানে কি চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট? উনি কি দেশে চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শুরু করতে চলেছেন? আমরা বিশ্বাস করি যে, দেশের সবাই নাগরিক। তাছাড়া উনি দেশবাসীর ভোটে ক্ষমতায় এসেছেন। ফলে এখন এসব কথা বলার মানে দেশবাসীকে অপমান করা।”

বর্তমানে একাধিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সেই প্রসঙ্গ নিয়ে অমিত শাহের সমালোচনার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দল নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না। উনি দিল্লি এবং উত্তর প্রদেশ দেখুন। মধ্যপ্রদেশের সাংবাদিকদের সঙ্গে কি ঘটনা ঘটে চলেছে তা ভাবুন। জাহাঙ্গিরপুরী নিয়ে চিন্তা ভাবনা করুন। আমাদের বাংলা নিয়ে বাজে কথা বলে উনার উচিত নয়।”

বর্তমানে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা নিয়ে সরগরম রয়েছে রাজনীতি। এদিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি হল সিপিএমের বি টিম। এই দুই দলের প্রধান কাজ হল সবকিছুকে টুকরো করে দেওয়া। এরা হিন্দুদের সঙ্গে মুসলিমদের বিভেদ করাতে পারে, আবার বাঙালির সঙ্গে রাজবংশীদের এমনকি বাঙালির সঙ্গে বাঙালিদের আলাদা করতে পারে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি দেশের জন্য কিছু করেন নি।”

অমিত শাহের বঙ্গ সফরে 355 ধারা লাগু করা নিয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “তার মানে উনি এগুলো হতে দেবেন? তার মানে উনি ষড়যন্ত্রকারী? তবে আমি বলছি এটা কোনদিন হবে না। আমি উনাকে শ্রদ্ধা করি, কিন্তু বিএসএফকে আমাদের ওপর কথা বলতে নির্দেশ দেওয়া একদম উচিত নয়। আমাদের দায়িত্ব যেমন গরু পাচার এবং অনুপ্রবেশ আটকানো তেমনি আপনাদের কাজ সেখানে শান্তি বজায় রাখা। আগুন নিয়ে খেলবেন না। মানুষ নিশ্চয়ই এর জবাব দেবে।”

Sayan Das

সম্পর্কিত খবর