‘এটা দিল্লির সাবজেক্ট, আমাদের নয়’, ফের কোন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার সকালে সামশেরগঞ্জে (Samsergunj) গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন হেলিকপ্টারে সামশেরগঞ্জের পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখানে প্রশাসনিক সভায় যোগ দিয়ে ৮৬ জনের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন ফের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা।

পাট্টা বিলির পর এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বৃহস্পতিবারই মালদহ-মুর্শিদাবাদ নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং হয়েছে। লালগোলা, ভগবানগোলা, ধুলিয়ান, সুতি অনেকবার গিয়েছি। আজ আমি সামশেরগঞ্জটা নিজে চোখে দেখব বলে এসেছিলাম।”

পাশাপাশি এদিন ফের ফরাক্কার সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বহুদিন ধরে ফরাক্কা ব্যারেজ সংক্রান্ত সমস্যা রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। নদীতে স্রোত ও চড়া বেড়েছে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছি। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এটা দিল্লির সাবজেক্ট। আমাদের নয়। তবুও আমরা বহুবার কথা বলেছি।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি। উল্টে ইন্দো ফরাক্কা বাংলাদেশ জলচুক্তি যখন হয়, ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, এলাকাবাসীর উন্নয়নের জন্য, এক পয়সা আজ পর্যন্ত দেয়নি। ২০ বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে।”

mamata

এরপর গঙ্গা ভাঙন নিয়ে মমতা বলেন, “কেন্দ্র টাকা না দিলেও এই গঙ্গা ভাঙনের কাজে আমরা ইতিমধ্যেই ১ হাজার কোটি টাকা খরচ করেছি। জঙ্গিপুরে নতুন হাসপাতাল হচ্ছে। ফরাক্কায় তো আমরা করতেই চাই। কাল সামশেরগঞ্জে ৩০০ বেডের হাসপাতাল মাতৃমা উদ্বোধন করা হয়েছে। গর্ভবতী মায়েদের আর দূরে যেতে হবে না। চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্যমতো করব।” পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের একজোটে লড়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর