তোমাদের কারণে সরকারের মুখ পুড়েছে! হাঁসখালি, বগটুই কাণ্ডে পুলিশের ঘাড়ে দোষ চাপালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যে একের পর এক বিতর্কের জেরে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে রাজ্য সরকার। হাঁসখালি ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে একাধিক জায়গায় নাবালিকাদের উপর নির্যাতনের ঘটনা যেরকম ভাবে বেড়ে চলেছে, ঠিক তেমনভাবেই অপরদিকে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ফলে একাধিক মানুষের মৃত্যুর ঘটনার দরুন বিরোধীরা একের পর এক আক্রমণ করে চলেছে রাজ্যের শাসক দলকে। এর মাঝেই এদিন নবান্ন থেকে পুলিশ সুপারদের বিরুদ্ধে কড়া সুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্স এর দ্বারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এসডিও, বিডিও, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের মাঝে এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরেন রামপুরহাট প্রসঙ্গ। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠীর উদ্দেশ্যে তিনি বলেন, “রামপুরহাট কাণ্ডে তোমাদের অনেক ভুল রয়েছে। আর এসব কারণে এখন আমাদের মুখ পুড়ছে। তোমাদের জন্য আমাদেরকে কেন শুনতে হবে।”

এছাড়াও তিনি বলেন, “এই সকল এলাকার নিয়ন্ত্রণ পুলিশ করে না। কারা করে তাও আমি জানিও না। তবে তোমরা যদি ঠিক মতো এসকল এলাকার নিয়ন্ত্রণ করতে পারতে, তবে এ ধরনের ঘটনা ঘটতো না।” এছাড়াও “এই ঘটনার জন্য যেভাবে আমাদের মুখ পুড়ছে, সেটাও কি হতো?” বলে প্রশ্ন ছুড়ে দেন তাঁর কাছে।

কিছুদিন পূর্বেই বগটুই অগ্নিকাণ্ড ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে হাজির হন এবং মৃতদের পরিবারকে চাকরি এবং আর্থিক সাহায্যের ঘোষণা করেন। এরপর তাঁর সেই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনার পাশাপাশি হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাকরি দিয়েছে বলে অনেকেই প্রচার করছে যে আমরা নাকি ঘুষ দিয়েছি। কিন্তু ঘুষ হলো সেটাই, যেটা লুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা এসব করিনি বরং আমরা সকল পরিবারের হাতে চাকরি দিয়েছি।”

এরপরই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে হাঁসখালি প্রসঙ্গ। কৃষ্ণনগর এবং রানাঘাটের পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, “হাঁসখালিতে এই ঘটনা কিভাবে ঘটলো? তোমাদের সঠিক সময় খবর না নেওয়ার জন্য যে ক্ষতি হয়েছে তা আমরা কেন ফেস করব? তোমাদের ঘটনা সম্পর্কে জানতে তিন-চারদিন কিভাবে লাগলো?” এরপর তিনি বলেন, “হাঁসখালিতে আইসির গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। তার মানে তোমরা অপরাধী। কেন তোমরা এসব কাণ্ডে সঠিক সময় পদক্ষেপ নিচ্ছ না, আমি জানতে চাই।” এছাড়াও তিনি এদিন রাজ্যে কুৎসা ছড়ানোর জন্য নবান্ন থেকে বিজেপিকে কড়া সুরে আক্রমণ করেন।

Sayan Das

সম্পর্কিত খবর