‘তোদের মতো চোর আমরা নই’, শুভেন্দুকে বেনজির আক্রমণ মমতার! ‘ডোন্ট টাচ মাই বডি’ ইস্যুতেও খোঁচা

বাংলা হান্ট ডেস্কঃ ‘তোদের মত চোর আমরা নই। ইডি-সিবিআই থাক, সঙ্গে থাকব শুধু আমরা। দেখিয়ে দেব’, এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি (Bharatiya Janata Party) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এভাবেই একের পর এক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে বিরোধী দলনেতার উদ্দেশ্যে ‘ডোন্ট টাচ মাই বডি’ বলেও কটাক্ষ করেন মমতা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হয়ে চলেছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা। এই প্রসঙ্গে অতীতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‘অতি সক্রিয়তা’ নিয়ে সমালোচনায় সরব হয় রাজ্যের শাসক দল। এদিন বিধানসভায় সেই সংক্রান্ত একটি প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস।

এক্ষেত্রে উক্ত প্রস্তাবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, “চোরেদের যদি গ্রেফতার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কোন আপত্তি নেই। তবে সবার ক্ষেত্রে এক নিয়ম থাকা উচিত। তুমি বিজেপি করো বলে কিছু করা যাবে না, এটা অনুচিত।” তবে অপরদিকে বিরোধী বেঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “তৃণমূলে সবাই চোর। এবার খাটের তলা থেকেও টাকা বেরোবে।” আর এরপরেই একপ্রকার মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি। একটা প্রমাণ করে দেখা। তোদের মত চোর আমরা নই। স্বচ্ছ বাবু, আপনার কত ট্রলার আছে? কত নামি আর কত বেনামি?”

Untitled design 2022 09 07T130146.792

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির ‘নবান্ন অভিযান’ ঘিরে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়। এক মহিলা পুলিশ কর্মী শুভেন্দু অধিকারীকে ধরতে এলে বিরোধী দলনেতা বলেন, “ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি। আপনি মহিলা, আমি পুরুষ।” তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেয় শাসক দল। এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি। সিবিআই এবং ইডি আপনাকে টাচ করতে পারবে না। ওরা থাক। আমাদের ২৪ ঘন্টা সময় দিন। দেখিয়ে দেব, কোথা থেকে কি বেরোয়।”

Sayan Das

সম্পর্কিত খবর