পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল তোড়জোড় শুরু করে দিয়েছে। ক্ষমতার থাকা শাসক দল একদিকে দুয়ারে সরকার, বাংলার গর্ব মমতা ইত্যাদি নামের নানা কর্মসূচি নিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি একদিকে শাসক দলের ভাঙন ও নিজেদেরকে পশ্চিমবঙ্গে বিকল্প হিসেবে দেখানোর ভরপুর প্রয়াসে নেমেছে। বিজেপির নিজের ভিত শক্তিশালী করতে একদিকে যেমন বঙ্গবিজেপির নেতা নেত্রীরা মাঠে নেমে পড়েছে। অন্যদিকে সর্বভারতীয় নেতারাও লাগাতার পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন।
তবে তৃণমূলের নেতা নেত্রীরাও হাত গুটিয়ে বসে নেই। তৃণমূলের তরফ থেকেও রাজ্যজুড়ে একের পর এক সভার আয়োজন করতে দেখা যাচ্ছে। যেখানে বিজেপির প্রতি ব্যাপক আক্রোশ প্রকাশ করতে দেখা মিলছে তৃণমূল নেতা নেত্রীদের।
এই পরিপ্রেক্ষিতে আজকেও হুগলীর ডানলপ ফুলবল গ্রাউন্ডে তৃণমূলের আয়োজিত জনসভায় ভাষণ দেন মমতা ব্যানার্জী। জনসভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমন করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। মমতা ব্যানার্জী বলেন, এই মাটিতে বিজেপিকে কবর দিন এবং ভালো করে করব দিন।
উপস্থিত জনতাকে সম্বোধন করার পর মমতা ব্যানার্জী বলেন, বাংলাকে বাঁচতে দিন আর এই মাটিতে বিজেপিকে কবর দিন। এই সভাতেই তৃণমূলে যোগদান করেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী।
সবুজ শিবিরে যোগদান করেন কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী (raj chakraborty), সায়নী ঘোষ (sayani ghosh), জুন মালিয়া, মানালি দে সহ আরো অনেকে। তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও।
তৃণমূলে যোগ দিয়ে সায়নী বলেন বাংলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। পরিচালক রাজ বলেন, তৃণমূলের জন্য এবার প্রচারে নামবেন। কাঞ্চন মল্লিকের বক্তব্য, দিদি এবার হ্যাটট্রিক করবেন। উল্লেখ্য এঁরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।