মাষ্টারপ্লান না হওয়ার জন্যদাবী কেন্দ্র ঃ মমতা

Published On:

বাংলাHunt :প্রতি বছর বৃষ্টিতে ঘাটালে সবথেকে বড় সমস্যা বন্যা। সেখানে কয়েক হাজার মানুষ বন্যার সময় গৃহহীন হয়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতেই ঘাটালে অত্যন্ত প্রয়োজনীয় ঘাটাল মাস্টার প্ল্যান যা কিন্তু গত পাঁচ বছরের তৈরি করতে পারলো না তৃণমূল বলে অভিযোগ করছিল বিজেপি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেন যে আমরা রাজ্যে মাওবাদী সমস্যা দূর করেছি, এই ঘাটাল মাস্টার প্ল্যান টি কেন্দ্র সরকার করে দিলো না। তিনি বিজেপির দিকে আঙুল তুলেছেন।

দেব বলেন আমি বারবার বলেছি ঘাটাল মাষ্টারপ্লান তৈরি করার জন্য কিন্তু কোনোরকম ইতিবাচক ভূমিকা নেয়নি বর্তমান কেন্দ্র সরকার। অতএব আমরা আবার ক্ষমতায় আসলে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে বলে দাবী তৃনমূলের। এখন দেখার বিষয় ঘাটালে কোন ফুল ফোটে পদ্মফুল না তৃনমূল।

এবার ঘাটালে আই পি এস অফিসার অফিসার ভারতী ঘোষ তাকে বিজেপি এবার টিকিট দিয়েছেন পাল্টা তৃনমূল ও অভিনেতা দেবকে প্রার্থী করেছেন।

X