বাংলা হান্ট ডেস্ক : ‘আমার সাথে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবেনা’, পুরুলিয়ায় দাঁড়িয়ে দলের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi)। বেশ স্পষ্ট কথায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘আমার দল করতে হলে মানুষের কাজ করতে হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলার শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছে সাধারণ মানুষ। বিশেষ করে সন্দেশখালির ঘটনায় তো সারা রাজ্য ফুঁসছে। এমন একটা পরিস্থিতিতে নিজের দলেরই কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। এইদিন পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকে ভালবাসি। ভোটের সময় ভাগাভাগি করি না।’
এখানেই শেষ নয়, দলের প্রতি তোপ দেগে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন, ‘মানুষের সঙ্গে থাকতে হবে। না হলে যে মানুষ ভোটে জিতিয়েছেন, সেই মানুষ-ই ছুঁড়ে ফেলে দেবেন। আমার সঙ্গে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না।’ এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘একদল লোক আছে, কোনও কাজ করে না। শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। আমি মিথ্যা কথাকে ঘৃণা করি।’
আরও পড়ুন : খরচ ২৫ কোটি, একদম ভোল বদলে যাচ্ছে বালুরঘাট স্টেশনের! উত্তরবঙ্গকে বড় উপহার রেলের
তবে তিনি যে কেবল আত্মসমালোচনায় মত্ত ছিলেন তা কিন্তু নয়। বিরোধী দল বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘আগের বার এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল। আবার ভোটের আগে এসে টাকা দেবে।’ তবে বকেয়া টাকা নিয়ে তিনি যেটা বলেছেন তা সত্যিই তাৎপর্যপূর্ণ। এইদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার ৫০ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবেন তিনি। এমনকি ১ এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা না এলে সেই টাকাও রাজ্য সরকার মেটাবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : ৭২ ঘন্টার মধ্যে শাহজাহানের গ্রেফতারি চাই, রাজ্যকে কড়া হুঁশিয়ারি রাজ্যপালের
একই সাথে আদিবাসীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাহাতদের বলব আদিবাসীদের সঙ্গে মাহাতদের ঝগড়া আমার পছন্দ নয়। মাহাতদের সমস্যা, দাবি আমরা দেখে নেব। কিন্তু দয়া করে আদিবাসীদের সঙ্গে ঝগড়া করবেন না।’ এরপরেই কালিন্দী জাতির কিছু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে জিজ্ঞেস করেন, তাদের জন্য কি কোনও উপহার নেই? জবাবে নেত্রী বলেন, ‘আপনি বিনে পয়সার চাল পান না ? লক্ষ্মীর ভান্ডার পান না? তাহলে আর কি পাবেন?’ পাল্টা উত্তর আসে, ‘ঘর’। নেত্রী আশ্বাস দেন, সেটাও হবে।