বিধানসভায় নজিরবিহীন ঘটনা! এক সুর মমতা-শুভেন্দুর গলায়! তাহলে কি… তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শাসক বিরোধী সংঘাতের দৃশ্য নতুন কিছু নয়। বিধানসভায় দাঁড়িয়েও একে অপরের প্রতি আক্রমণ শানাতে দেখা যায়। তবে এবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল বাংলা। এক ইস্যুতে মিলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সুর।

কোন ইস্যুতে সহমত শুভেন্দু-মমতা (Mamata Banerjee)?

বিগত বেশ কিছুটা সময় ধরেই শিরোনামে রয়েছে বাংলা ভাগের ইস্যু। উত্তরবঙ্গ ভাগ, কখনও আবার মালদা-মুর্শিদাবাদকে ভিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিজেপি বিধায়করা। তবে এবার এই ইস্যুতেই এক সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে।

   

অখণ্ড পশ্চিমবঙ্গের (West Bengal) উন্নয়ন নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু একটি প্রস্তাব দিয়েছিলেন। এদিন বিধানসভা মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ এক থাকবে। আমরা রাজ্যকে ভাগ হতে দেব না। সবাই মিলে এই প্রস্তাব নিই আসুন। বিরোধী দলনেতাও একটি প্রস্তাব দিয়েছেন। রাজ্যের প্রস্তাব খানিকটা সংশোধন করে আসুন গ্রহণ করা হোক’। কেন্দ্র এবং রাজ্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে, মন্তব্য করেন মমতা।

আরও পড়ুনঃ ক্ষমা চাইব, কিন্তু ওই অফিসারের কাছে নয়! কার কাছে ক্ষমা চাওয়ার কথা বললেন অখিল গিরি?

অন্যদিকে শুভেন্দু বলেন, ‘রাজ্যের প্রস্তাব একেবারে একটি রাজনৈতিক বয়ান, দলের লিফলেট হয়ে গিয়েছে। বিজেপির একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ ভাগের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন’। এদিন বিরোধী দলনেতা পরিষ্কার বলেন, সহমত পোষণ করব।

Mamata Banerjee Suvendu Adhikari

এদিন বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের কথা টেনে মমতা (Mamata Banerjee) বলেন, আমায় আরও ২ মিনিট দিলেই মিটে যেত। কাউকে বঞ্চিত করে আমরা কিছু করিনি। বাংলা বিভিন্ন খাতে তার বকেয়া টাকা পাক, একথা বলেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর