বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বিরুদ্ধে উঠল এক গুরুতর অভিযোগ। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এবার জোর বিপাকে পড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ন গোস্বামী (Narayan Goswami)। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তার বিরুদ্ধে উঠল অশ্লীল আচরণ করার অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্বকে।
তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ মমতার
বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি সাফ জানিয়েছেন, ‘নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্বকে।’
দলের ভাবমূর্তি নিয়ে ইদানিং ব্যাপক সচেতন তৃণমূল (Trinamool Congress)। আগেই জানানো হয়েছিল দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোন কাজ করলে প্রথমে তিনবার সাসপেন্ড করা হবে। তাতেও কেউ যদি না শোধরায় তাহলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। সম্প্রতি দলের নেতা,কর্মী, বিধায়ক এবং সাংসদদের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল। তখনই দলের প্রত্যেক নেতা-কর্মী থেকে জনপ্রতিনিধিদের তৃণমূল নেত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন দলের শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে। তা না হলে পড়তে হবে কড়া শাস্তির মুখে।
আরও পড়ুন: আবদার শুরু! জেলে যেতেই সঞ্জয় চাইল এই দুটি ছোট্ট জিনিস, থ জেল কর্তারা
ঠিক কি ঘটেছিল?
সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অভিযোগ সেই অনুষ্ঠান থেকেই নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশ্লীল আচরণ করতে শুরু করেন তিনি। এমনকি মঞ্চ থেকেই তিনি দুই মহিলার উদ্দেশ্যেও কটুক্তি করেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। (বাংলা হান্ট ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।)
বিষয়টি নিয়ে আমজনতার মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর দলীয় নেতৃত্বরা খোঁজ নিয়ে জানতে পারেন ওই অনুষ্ঠানে অসংলগ্ন অবস্থায় হাজির হয়েছিলেন নারায়ণ। বিষয়টি কানে আসতেই প্রচন্ড ক্ষুব্ধ হন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার এই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা নেতৃত্ব। এখন দেখার বিষয় এই অভিযুক্ত নারায়ণের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। বিষয়টি জেলা নেতৃত্ব খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন জয়প্রকাশ।