ট্রেন দুর্ঘটনাকে ধামাচাপা দিতেই বাংলায় CBI অভিযান! ফের কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার সিবিআই (CBI) তদন্ত নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ৭ই জুন সকাল থেকে রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি শুরু করে সিবিআই। এই পুরসভাগুলির মধ্যে রয়েছে, দক্ষিণ দমদম, বরাহনগর, পানিহাটি, টিটাগড়, হালিশহর, শান্তিপুর, এবং টাকি পুরসভা। ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে দুর্নীতির অভিযোগ হওয়ার পর তারা সব তথ্য খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছিলেন।

পুরমন্ত্রীর মতে এই নতুন করে সিবিআই অভিযান চালানোর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। আর এবার কার্যত তার দাবিতেই সমর্থন করে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সিবিআই এর এই বাংলা অভিযান যে সম্পূর্ণ অনৈতিক সেটা প্রমাণ করতে তিনি টেনে এনেছেন ওড়িশায় ঘটে যাওয়া মারাত্মক ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ।

এর আগেও বারবার রাজনীতি টানবেন না এমন দাবি করেও ওই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে কিছু রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন তিনি। এবারও তেমনটা করে এহেন মন্তব্যের কারণ ব্যাখ্যা করলেন তিনি। রেল দুর্ঘটনার তদন্ত না করে কেন সিবিআই পশ্চিমবঙ্গে সময় নষ্ট করেছে সেই নিয়ে কিছু মারাত্মক দাবি করেন তিনি।

মমতা বলেছেন, “আমি ভেবেছিলাম যে এমন করে বলব না। কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করেছে। এত বড় একটা দুর্ঘটনা, আর ওরা সেটাকে কীভাবে ধামাচাপা দেওয়া যায়, সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে পরিজনরা সব হারিয়েছেন, তাঁরা এদের কাছে কৈফিয়ৎ চান। সত্য তথ্য বেরোক। কিভাবে দুর্ঘটনা ঘটলো? কেন এতজনকে মরতে হলো? এই শতাব্দীর সবথেকে বড় দুর্ঘটনা কেন হলো? ওই রেল দুর্ঘটনার তদন্ত না করিয়ে সকাল থেকে সিবিআইকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি থেকে।”

যদিও তার সিবিআইতে এই আক্রমণ প্রসঙ্গে কটাক্ষের সুর সোনা গিয়েছে বিজেপির গলায়। খাতায়-কলমে রাজ্যের প্রধান বিরোধীদলের বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর তরফ থেকে দাবী করা হয়েছে যে যদি দুর্নীতির কোনো যোগ না থাকে তাহলে সিবিআইয়ের এই তদন্তে তো তাদের কিছু ক্ষতি হবে না। তাহলে কেন তৃণমূলের তরফ থেকে এমন অভিযোগ তোলা হচ্ছে?

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর